ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তেজগাঁও ডিসির মতবিনিময়


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৯-১০-২০২৩ রাত ১১:২০
মোহাম্মদপুর ১৯ অক্টোবর বৃহস্পতিবার  দুপুরে ঢাকা উদ্যান এলাকায় কমিউনিটি পুলিশিং সভার আয়োজন করা হয়। । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ.এম আজিমুল হক পিপিএম-সেবা উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল। উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার  মোহাম্মদপুর জোনের (এসি) আজিজুল হক। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ হক ভূঁইয়া। ওসি অপারেশন তোফাজ্জল হোসেন, ওসি তদন্ত প্রমুখ। 
 
ডিসির মতবিনিময়ে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনতে চান,  এসময় সবচেয়ে বেশি যা শোনা গেছে তা হচ্ছে, ছিনতাই কিশোর গ্যাং, মাদক চুরি ডাকাতি বিষয় অবহিত করেন স্থানীয়রা। কিশোর গ্যাং এর ভয়ে আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দারা। এক বাসিন্দা বলেন,আমার বাসার সামনে থেকে আমার কলেজ পড়ুয়া ছেলেকে এক কিশোর গ্যাং দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইলটা নিয়ে চলে যায়  এবং হুমকি প্রদর্শন করে। ওই বাসিন্দার কাছে ঘটনাট একটি ভিডিও ফুটেজও রয়েছে বলে জানান। কিন্তু চার মাস গত হয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। একথা শুনে ডিসি তেজগাঁও আজিমুল হক বিষয়টি নজরে নিয়ে বর্তমান ওসি কে, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অন্য এক বাসিন্দা ঢাকা উদ্যান সি ব্লকে নিজ টাকায় বাড়ি নির্মাণ করেও সেই বাড়িতে উঠতে ভয় পাচ্ছেন কারণ এই হাউজিং এর সি ব্লকে কিশোর গ্যাংদের দখলে। এমন তথ্যে অনেকেই হতবাক হন।
 
 
ডিসি তেজগাঁও নির্দেশ দিলেন নতুন করে ভাড়াটিয়া ফরম পূরণ করার জন্য। এসময় তিনি বলেন,মাদক ছিনতাই চুরি ডাকাতি রোধে বদ্ধপরিকর পুলিশ,আমরা আপনাদের সহযোগিতা চাই। জনগণের বন্ধু পুলিশ পুলিশের বন্ধু জনগণ। কিন্তু কোনো দুষ্কৃতকারী পুলিশের বন্ধু না। কিশোর গ্যাং মাদক চুরি ছিনতাই একাধিক জনকে আইনের আওতায় আনা হয়েছে, বাকি যেটুকুর তথ্য পেলাম তাদের অতিদ্রুত আইনের আওতায় এনে নির্মুল করা হবে বলে জানান।নাগরিকদের সচেতন হওয়ারও পরামর্শ দেন ডিসি।ডিসি বলেন, কার কার সন্তান মাদকের সাথে জড়িত আমাদের তথ্য দেন আমরা ব্যবস্থা নিচ্ছি। ডিসি এও বলেন ৯৯৯ নাইনে ফোন দিলে আমি জানতে পারি কিন্তু আপনারা কেনো ফোন দিচ্ছেন না?  মাদক মামলায় গ্রেফতার হওয়া কোনো ব্যক্তির বিষয় কেউ যদি তদবির করে তাহলে  সংবাদ সম্মেলন করে সুপারিশ কৃত ব্যক্তির মুখোশ উন্মোচন করে দিবো
 
বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলর আসিফ আহমেদ সরকার বলেন, কোথায় ছিনতাই হচ্ছে চুরি হচ্ছে, কিশোর গ্যাং এর উৎপাত আমাকে জানাবেন, আমি পুলিশ প্রশাসনকে নিয়ে প্রতিহত করবো। কাউন্সিলর আরও বলেন আমার মোবাইল নাম্বার সবসময় খোলা থাকে আপনারা আমাকে যেকোনো বিষয়  দয়া করে জানাবেন। আমি আপনাদের কাউন্সিলর,আপনাদের সন্তান, আপনাদের সেবা করার জন্যই আমি দায়িত্ব নিয়েছি। তিনি বলেন আগে আপনারা সোচ্চার হোন আমার ৩৩ নং ওয়ার্ড আপনাদের সহযোগিতার মাধ্যমে কিশোর গ্যাং মাদক চুরি ছিনতাই বন্ধে বদ্ধপরিকর। 
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ এই পুলিশিং সভায় তেজগাঁও জোনের মোহাম্মদপুর থানায় মোট ৮ টি ইউনিট কাজ করছে। এসময় ৮ টি  ইউনিটের বিট ইনচার্জরা উপস্থিত ছিলেন। মোহাম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজর রহমান ভুঁইয়া বলেন, আমি আপনাদের পাশে সবসময় আছি যেকোনো মুহূর্তে আমার কাছে চলে আসবেন মোহাম্মদপুর থানা আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা।আপনাদের সেবা দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। 
 
উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি এলাকায় সন্ধ্যা ৬ থেকে ৮ টার মধ্যে ৩০ থেকে ৪০ জনের একটি দল, প্রায় ১০ টি দোকান ও প্রায় ২০ থেকে ৩০ জন পথচারীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মোবাইল মানিব্যাগ ও নগত অর্থ, বেশ কয়েকজনকে কুপিয়েছে। এতে ছিনতাইয়ের আতংকে আছেন মোহাম্মদপুর বসিলার স্থানীয় ও অস্থায়ী বাসিন্দারা।  
 
 
ওই ঘটনার বিষয় ডিসি বলেন এই ছিনতাইয়ের ঘটনা হওয়ার মূল কারণ ওয়াক ওয়ে থেকে হাউজিং এর ওয়াক ওয়ে পয়েন্ট গুলোতে একটিরও গেট ছিলনা। ডিসি তেজগাঁও প্রতিটি হাউজিং এলাকায় হাউজিং মালিকদের, প্রতি পয়েন্টে পয়েন্টে,গেট  দেওয়ার নির্দেশ দেন সিকিউরিটি বাড়ানোর জন্য।  এবং সিসি ক্যামেরার আওতায় আনতে হবে বাড়ির মালিক ও হাউজিং কোম্পানিকে। এতে যদি কোনো হাউজিং ও বাড়ির মালিক সিসিটিভি ক্যামেরা না বসায়,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

এমএসএম / এমএসএম

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত