ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মৃত্যু সংবাদ প্রশাসনকে না জানিয়ে চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ৩:৩৩

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: জুনাব আলী নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু সংবাদ স্থানীয় প্রশাসনকে না জানিয়েই রাতে দাফন করা হয়েছে। সাংবাদিকদের কাছে মুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদ পেয়ে ওই বাড়িতে ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। তিনি ওই মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে দাফনের জন্য বরাদ্দকৃত একটি চেক মুক্তিযোদ্ধার ছেলে শাহআলম বাবুর হাতে তুলে দেন।

জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুনকরা গ্রামের মুক্তিযোদ্ধা জুনাব আলী গত শনিবার বিকেলে ইন্তেকাল করেন। কোন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে দাফনের আগে গার্ড অব অর্নারসহ রাষ্ট্রীয় নিয়ম পালনের জন্য উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করার বিধান রয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা জুনাব আলীর মৃত্যু সংবাদটি পরিবার বা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করা হয়নি। পরে গার্ড অব অনার ছাড়াই শনিবার রাত নয়টায় মুক্তিযোদ্ধা জুনাব আলীর দাফন সম্পন্ন করা হয়। সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনকে অবহিত করা হলে তিনি খুবই মর্মাহত হন। তাৎক্ষণিক তিনি ওই মুক্তিযোদ্ধার বাড়িতে ছুটে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে মুক্তিযোদ্ধাদের দাফনের জন্য বরাদ্দকৃত অর্থের একটি চেক তার ছেলের হাতে তুলে দেন তিনি।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে শাহ আলম বাবু জানান, বাবার মৃত্যুতে আমরা শোকাহত ছিলাম। তাই পরিবারের পক্ষ থেকে বাবার মৃত্যু সংবাদটি প্রশাসনকে অবহিত করতে পারিনি। পরে সাংবাদিকদের কাছে বাবার মৃত্যু সংবাদ শুনে ইউএনও স্যার আমাদের বাড়িতে আসেন। তিনি আমাদের খোঁজ-খবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক জানান। পরে দাফনের জন্য বরাদ্দকৃত একটি সরকারি অনুদানের চেক প্রদান করেন তিনি।

এ বিষয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম বলেন, দাফনের ৩০ মিনিট আগে জুনাব আলীর মৃত্যু সংবাদটি আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ ভাই আমাকে অবহিত করেন। আমার প্রশ্নের জবাবে জানাযার নামাজ রাত নয়টায় অনুষ্ঠিত হবে বলে আলী নেওয়াজ ভাই জানান। সূর্যাস্তের পরে গার্ড অব অর্নার দেওয়া সরকারিভাবে কোন বিধান না থাকায় বিষয়টি আর প্রশাসনকে অবহিত করা হয়নি। তবে মৃত্যুর পর পরই বিষয়টি আমাকে জানালে আমি প্রশাসনকে অবহিত করতে পারতাম।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, মুক্তিযোদ্ধাদের মুত্যৃর পর গার্ড অব অনার দিতে পুলিশ সবসময় প্রস্তুত। তবে বীরমুক্তিযোদ্ধা জুনাব আলীর মৃত্যুর সংবাদটি আমাকে কেউ অবহিত করেনি। যা অত্যন্ত দুঃখজনক।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়া আমাদের ইউএনও’দের জন্য গর্বের একটি দায়িত্ব। যা আমরা নিষ্ঠার সাথে পালন করে থাকি। বীর মুক্তিযোদ্ধা জুনাব আলীর মৃত্যুর খবর কেউই আমাকে জানায়নি। এটা দুঃখজনক, খবরটা শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। তবে খবর পেলে আমি রাতেই ছুটে যেতাম। কোন বীর মুক্তিযোদ্ধা মারা গেলে উপজেলা ও থানা প্রশাসনকে তাৎক্ষণিক অবহিত করার জন্য জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান তিনি।

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন