ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কৃষকদের সবুজ স্বপ্ন দোল খাচ্ছে মাঠে মাঠে


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৩ দুপুর ৩:১১

 নওগাঁর মহাদেবপুরে আমন মৌসুমে ফসলি জমির মাঠগুলোতে এখন শোভা পাচ্ছে স্থানীয় জাতের ধান, হাইব্রিড, উফশী স্বর্না ৫, ব্রিধান ২৮, ব্রিধান ৩৪, ব্রিধান ৪৯, ব্রিধান ৫১, ৫২, ৯৩, ৮৭, ৯৫ বেশ কয়েকটি জাতের রোপা আমন ধান। ধানের সবুজ রঙে ভরে উঠেছে উপজেলার বিস্তীর্ণ মাঠ। উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। এ যেন হেমন্তের বাতাসে আমন ধানের সবুজ ঢেউ কৃষকদের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা এবং আধাপাকা শীষ। কিছু কিছু শীষে শুরু হয়েছে দুধ-দানা গঠন। সবমিলে এ যেন রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে এ এলাকার কৃষকের স্বপ্ন। গত মৌসুমে ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় কোমড় বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ধানের আবাদ হয়েছে ২৮১২ হেক্টর জমিতে এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮৯২ হেক্টর। কৃষদের পরিশ্রম ও স্থানীয় কৃষি অফিসের সহায়তা ও পরামর্শে এখন তারা প্রহর গুনছেন ধান পাকলে মাড়াই করে ঘরে তোলার।

আর অল্প কিছু দিনেই মধ্যেই চলতি মৌসুমে কৃষকরা ফসল ঘরে তুলতে পারবেন বলে ধারণা করছে উপজেলা কৃষি বিভাগ। এদিকে কৃষকরা মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সবুজ ক্ষেতে বাতাসের দোল যেন কৃষদের চোখে-মুখে যেন এক অন্য রকম প্রশান্তির আবরণ তৈরি করেছে।

উপজেলার সিদ্দিকপুর এলাকার কৃষক ছামছুর রহমান বলেন, চলতি মৌসুমে আমি ১০বিঘা জমিতে উফশী জাতের ধানের আবাদ করেছি। কিছুদিন আগে মাজরা পোকার কিছুটা আক্রমন হয়েছিল ক্ষেতে। স্থানীয় কৃষি অফিসার স্যারদের পরামর্শ দিয়ে কিটনাশক প্রয়োগ করে ভালো ফল পেয়েছি। এখন আর পোকার আক্রমণ নেই। আশা করছি ভালো ফলন পাবো।

স্থানীয় চকরাজা গ্রামের কৃষক নূর মুহাম্মদ বাচ্চু বলেন, ৮বিঘা আমন ধানের আবাদ করেছি। ৫বিঘা আতব চিকন জাতের ধান ও ৩বিঘা ব্রিধান ৪৯জাতের ধানের আবাদ করেছি। তেমন কোন রোগ বালাই নেই। স্থানীয় কৃষি অফিস থেকে মাঝে মাঝে মাঠে এসে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন। আবহাওয়া অনুকূলে থাকলে। বড় কোন প্রাকৃতিক দৃযোর্গ না হলে ফলন ভালো হবে বলে আশা করছি। 

খাজুর গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, শুরুর দিকে ছত্রাক জাতীয় রোগ হয়েছি পাতা মরে যাচ্ছিল। তখন একটু চিন্তায় ছিলাম। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে কিটনাশক প্রয়োগ করার পর সেই রোগ দমন করা সম্বব হয়েছিল। আপদত এখন কোন রোগ বালাই নেই। কিছু দিনের মধ্যেই ধান কাটা শুরু করা যাবে। গত বছর ফলন ও ধানের দাম ভালো পেয়েছিলাম। এবারও ভালো ফলন পাবো বলে আশা করছি। তবে ধান কাটার সময় শ্রমিক সংকট দেখা দেয়। যার কারনে সময়মত ঘরে ধান তুলতে কিছুটা বেগ পেতে হয়।

মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ সাংবাদিকদের বলেন, কৃষকদের স্বপ্ন পূরণে ক্ষুধা মুক্ত, খাদ্যে স্বনির্ভর বাংলাদশে বিনির্মাণে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সেই সঙ্গে কৃষি বিভাগের আন্তরিকতায় কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সেই সঙ্গে জমিতে ফলন ভালো ফলাতে নিয়মিত তদারকি করছি আমরা। তারই ধারাবাহিকতায়। চলতি আমন মৌসুমে শুরু থেকেই কৃষকদের চাষাবাদে সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কৃষি দেশের উন্নয়নের বড় মাধ্যম। বর্তমান সরকার দেশের কৃষিকে বেশি গুরুত্ব দিচ্ছে। উন্নত মানের বীজ সরবরাহ করা হচ্ছে। ফলে কৃষক খুব কম খরচে অধিক পরিমান ফসল উৎপাদন করতে পারছেন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরে এ উপজেলায় আমন ধানের ভালো ফলন পাবেন কৃষকরা। এছাড়া ধান কাটা-মাড়াইয়ের সময় যদি কৃষকরা কোন সমস্যায় পড়ে তখন আমরা চেষ্টা করবো তাদের সমস্যাগুলোর সুরাহা করতে। কৃষকদের পাশে আমরা সার্বক্ষনিক থাকবো।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা