সদরপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ জন গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরে উপজেলা বিএনপি তার অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে সদরপুর থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ। শুক্রবার ২৭ অক্টোবর আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
গ্রেফতারকৃতরা হলেন সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের জাজিরাকান্দি গ্রামের,ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি, মোঃ বজলুর রশিদ (৭৫), পিতা- মৃত. মইদুল প্রামানিক, কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সদস্য মিজান ফকির(৩২), পিতা-খবির ফকির, গ্রাম-যাত্রাবাড়ী। বিএনপির সক্রিয় কর্মী বাবুল মৃধা(২৫), পিতা- ইউনুস মৃধা, গ্রাম-দড়ি কৃষ্ণপুর।
সজিব ফকির(২২), পিতা- মৃত. সমীর ফকির, গ্রাম- হাট কৃষ্ণপুর, ভাষানচর ইউনিয়ন যুবদলের সদস্য শেখ সাইম(২৫), পিতা- মৃত. শেখ হামিদ গ্রাম-চর চাঁদপুর সমীর হাজীর ডাঙ্গী, সর্ব থানা-সদরপুর, জেলা- ফরিদপুর। আসামীদের সদরপুর থানায় মামলা নং ০১, তারিখ ০৩/১২/২২ ইং ধারা:১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩-ক/৪/৬ মোতাবেক গ্রেফতার দেখানো হয়।
এমএসএম / এমএসএম