ঝিনাইদহে জেলা আ’লীগের সাধারন সম্পাদক মিন্টু’র নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও মটরসাইকেল শোডাউন

বিএনপি’র জ্বালাও, পোড়াও, অগ্নিসন্ত্রাস, গাড়ি ভাংচুর, হত্যা ও নৈরাজ্যর এবং হরতাল-অবরোধের প্রতিবাদে মঙ্গলবার (৩১ অক্টোবর) ঝিনাইদহ পৌর এলাকার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও মটরসাইকেল শোডাউন করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র নেতৃত্বে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু’র নেতৃত্বে নেতাকর্মীরা দেশব্যাপী বিএনপি’র অগ্নি সন্ত্রাস, সমাবেশের নামে নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষাভ মিছিলে অংশ নেন। ঝিনাইদহে হরতাল-অবরোধের প্রথম দিনে শহরের কোথাও মাঠে নেই বিএনপি-জামায়াত।
বিএনপি'র ডাকা তিন দিনের অবরোধ হরতালে ঝিনাইদহ পৌর এলাকার অংশে ঝিনাইদহ-ঢাকা-কুষ্টিয়া রোড-খুলনা-চুয়াডাঙ্গা মহাড়কে তেমন সাড়া নেই। তবে স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লা'র গণপরিবহনের সাড়া নেই বললেই চলে। তবে অবরোধ হরতালের পক্ষে বিএনপি জামায়াত,শিবিরের কোন নেতাদের মহাসড়কে তৎপরতা লক্ষ্য করা যায়নি।
এদিকে হরতাল অবরোধের সমর্থনে ঝিনাইদহের বিএনপি’র দলটির নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় সকাল থেকেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।নাশকতা এড়াতে শক্ত অবস্থানে মাঠে রয়েছে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও জেলা পুলিশ বিভাগ।আরাপপুর-কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,ঢাকা-খুলনা মহাসড়কের বাস স্ট্যান্ড টার্মিনাল এলাকায় অবস্থান নিয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষাভ সমাবেশে সাইদুল করিম মিন্টুসহ নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী দল বিএনপি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
বিক্ষাভ সমাবেশে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শীর্ষ অন্যতম একজন কর্মবীর জনপ্রিয় নেতা সাইদুল করিম মিন্টু বলেন, আধুনিক ঝিনাইদহের উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ালীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি আপার দিকনির্দেশনায় আমরা জেলা আওয়ামীলীগ রাজপথে বিএনপি’র যে কোন ধরনের নৈরাজ্য ও অরাজকতা রোধে মাঠে আছি। সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করলে তার দাঁত ভাঙ্গা জবাব রাজপথে দিবে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ।
বিএনপি-জামায়তের উদ্দেশ্য সাইদুল করিম মিন্টু আরোও বলেন, এখনও সময় আছে দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন তরান্বিত করতে মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করেন। সাধারণ মানুষের জন্য আপনারা রাজনীতি করলে মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করেন।
সারাদেশের মানুষের কাছে আন্দোলনের নামে বিএনপি’র সন্ত্রাসী কর্মকান্ডের মুখোশ উন্মাচোন হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। ইতিমধ্যে সে সব উন্নয়ন মানুষের চোখে দৃশ্যমান। এই উন্নয়নে বাঁধা কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামাত-শিবির বিভিন্ন ভাবে যে ষড়যন্ত্র করছে তা বাস্তবে রুপ দিতে দিবে না ঝিনাইদহের জেলা আওয়ামীলীগ । সাইদুল করিম মিন্টু আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে বিএনপি হরতালের নামে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চাইছে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।
আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, সেটা জনগণের কাছে এই ১৫বছরে পরিস্কার হয়ে গেছে। তাদের মনে রাখা উচিৎ আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগনই তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। বিএনপি-জামাত-শিবিরের যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করতে জেলা আওয়ামীলীগ,মহিলালীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সকল নেতাকর্মীদের নিয়ে রাজপতে জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
অবরোধ বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ আহমেদ শন্জু, জেলা আওয়ামঅলীগনেতা জে.এম রাশিদুল আলম রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মন্জুর পারভেজ তুষার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, জেলা আওয়ামীলীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু, জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল হক বাকি,শ্রমিকনেতা আক্কাচ আলী,যুবলীগনেতা এ্যাডঃ শামসুজ্জামান তুহিন ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরফানুল হক তারেক সহ আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক
