সদরপুরে প্রয়াত সাংবাদিক আব্দুল মজিদ মিয়ার শোক সভা অনুষ্ঠিত
সদরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক ইত্তেফাক পত্রিকার সদরপুর সংবাদদাতা, কনজুমার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর সদরপুর শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মজিদ মিয়ার স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি গত ১৭ (অক্টোবর) মঙ্গলবার দিবাগত রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বরনে সদরপুর প্রেস ক্লাবের আয়োজনে ২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে ১১ ঘটিকায়, সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে শোক সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। সদরপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায়, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আহসান মাহমুদ রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফয়সাল, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদে, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, বাংলাদেশ প্রেস ক্লাব সদরপুর শাখার সভাপতি, শিমুল তালুকদার, সদরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাব্বির হাসান, ডিজিটাল প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি, মিজানুর রহমান খাঁন, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা।
এমএসএম / এমএসএম