গতির নেশায় ঝঁরছে তরুণের তাজা প্রাণ
বর্তমানে উঠতি বয়সি তরুণদের প্রথম পছন্দ দুই চাকার মোটরসাইকেল। নিজেকে স্মাট ফ্যাশনেবল প্রমান করতে যুবকরা বেচে নেয় বাইক । মহাসড়কে বেপরোয়া গতিতে রেসিং, নানা কসরত দেখিয়ে নিজেকে সাহসি যুবক প্রমান করতে গিয়ে মারাত্মক সড়কদূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে । জোবায়ের হোসেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। গত রবিবার (৪-ডিসেম্বর) বন্ধুর মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন বাড়িতে, মুহুূর্তে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেলে ভর্তি করা হয় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ২৪ ঘন্টা না পেরোতেই
খবর আসেন পরিবারের বড়ছেলে মা-বাবার আদরে সন্তান আর বেচে নেই। মুহুূর্তেই যেন আকাশ ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যদের উপর ।
দ্রতগামী মোটরসাইকেল চলন্ত অক্সিজেনের লরির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় জোবায়ের। ছিলোনা মাথায় হেলমেট, অতিরিক্ত গতি ও অসচেতনতাই দূর্ঘটনার কারন বলে জানান প্রতক্ষদর্শীরা।আহত অন্য শিক্ষার্থীর অবস্থায় বর্তমানে আশাঙ্কাজণক।
এর আগে গত শনিবার (৪ নভেম্বর) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছোট কমলদহ এলাকায় ইস্কুল পড়ুয়া ৪ শিক্ষার্থীর বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভারভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিন যুবক । নিহতরা হলেন, মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), ২ জন সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অপর জন একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। প্রত্যক্ষদর্শীর বলেন , মোটরসাইকেলে ৪ জন যুবক দানব গতিতে ছুটছিলো বেপরোয়া গতিতে । যাদের মাথায় ছিলো না হেলমেট । মুহুূর্তেই এই মর্মান্তিক দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে । এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাইসেন্সবিহীন এ ধরনের চালক শুধু নিজের জীবনই ঝুঁকিতে ফেলছে না, তাদের বেপরোয়া গাড়ি চালানো অন্য নিরীহ মানুষের জীবনও কেড়ে নিচ্ছে অহরহ। বড় বিপদ ডেকে আনছে ধনীর দুলালদের রেসিং কার। নীজেদের ভাবমূর্তি ও সাহসিকতা জানান দিতে যুবকরা এসব করে থাকেন মহাসড়কে।
বেসরকারি উন্নয়ন সংস্থার মনীষা'র প্রধান নির্বাহী আজমল হোসেন হিরো বলেন, সন্তানদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। জেনেশুনে কেন তারা ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গাড়ির চাবি দেবেন? আর ঢাকা-চট্রগ্রামের মতো ব্যাস্ত সড়কে রেসিং কার চালানো অত্যন্ত বিপজ্জনক। কারণ, এখানে সেই ধরনের অবকাঠামো নেই। রাস্তায় চলাচলকারী অন্য যানবাহন ও পথচারীরা রেসিং কারের গতি অনেক সময় বুঝতেই পারেন না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন বলেন, কমলদহ নিহত চার যুবকের মাথায় ছিলোনা হেলমেট, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নানা কসরত দেখিয়ে করছিলো টিকটক। এইধরনের উঠতি বয়সি তরুণদের বেপরোয়া গতির লাগাম টানতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হেলমেট ও লাইসেন্সহীনদের আনা হচ্ছে মামলার আওতায়। পাশাপাশি অবিভাবকদেরও সচেতন হওয়া জরুরি। তাঁরা যেন সন্তানকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত চাবি না দেয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে সেচ প্রকল্পের সাড়ে ৩শ’ কিলোমিটার খাল বেদখল, ক্ষতিগ্রস্ত কৃষকরা
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরীর সমাপনি
রাজস্থলীতে পেশাদার সাংবাদিক সাথে নবাগত ইউএনওর সৌজন্যে মতবিনিময়
গোয়ালঘরে কৃষকের দুটি গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা
মধুখালীতে নির্বাচনী ব্যানার–ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান
নরসিংদীতে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোনায় জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা বর্জন মুক্তিযোদ্ধাদের
লাকসামে পৌরসভা ৬নং ওয়ার্ডে বিএনপি’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত
শ্রমিক অসন্তোষঃ ৭ দিন পর কাজে ফিরেছেন পি.এন.কম্পোজিট লিঃ কারখানার শ্রমিকরা
চুয়াডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আনোয়ারায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে কর্মবিরতি