ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ঢাকায় ক্ষুদ্র দুগ্ধ খামারিদের মাঝে এফএও কর্তৃক দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ৩:০

 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষুদ্র দুগ্ধ খামারিদের মাঝে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করে। এই উদ্যোগের লক্ষ্য খামারিদের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়ানো এবং নিম্ন আয়ের শহুরে এলাকার ভোক্তাদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা।

এই উদ্যোগ "ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের শহুরে এলাকায় কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা" শীর্ষক যৌথ প্রকল্পের অংশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন সুইডেন দূতাবাস থেকে প্রাপ্ত  আর্থিক সহায়তায় এফএও, ডাব্লিউএফপি, ইউনিসেফ, এবং ইউএনএফপিএ এই উদ্যোগ বাস্তবায়ন করে। প্রকল্পটির লক্ষ্য হল মফস্বল শহরের  ক্ষুদ্র খামারিদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে সহায়তা করা। প্রকল্পের অংশ হিসেবে এফএও ১৮৯ জন দুগ্ধ খামারিদের ১০টি দলকে দুগ্ধজাত সরঞ্জাম, যেমন দুধ দোহন মেশিন , দুধ ঠান্ডা করার মেশিন, সিল দেয়ার মেশিন, জেনারেটর, ক্রিম আলাদা করার মেশিন, ওজনের স্কেল, ল্যাকটোমিটার, ঘাস কাটার সরঞ্জাম, প্লাস্টিক দুধের বোতল, এবং প্লাস্টিক ক্রেটের মতো  দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করে।  পূর্বাচলের ঢেলনা ঈদগাহ মাঠ, তাফালিয়া খেলার মাঠ, সেক্টর: ১৭, উত্তরা, এবং বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়, বাওথার, কাঁচকুড়া, উত্তরখানে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খামারিদের মাঝে এই অত্যাবশ্যকীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করার ফলে আরো নিরাপদ এবং পুষ্টিকর দুগ্ধজাত পণ্য সরবরাহ নিশ্চিত হবে এবং নিম্ন আয়ের শহুরে এলাকার ভোক্তারা উপকৃত হবে।  দুধ উৎপাদনের দক্ষতা এবং গুণমান বৃদ্ধির ফলে গ্রাহক পাবে তাজা এবং মানসম্মত দুগ্ধজাত পণ্য। বিতরণকৃত সরঞ্জামগুলো পণ্যের সুরক্ষা এবং ধারাবাহিকতায় অবদান রাখবে, ভোক্তাদের ক্রয় করা দুগ্ধজাত পণ্যের নির্ভরযোগ্যতা এবং গুণমান নিশ্চিত করবে। সামগ্রিকভাবে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রদত্ত সরঞ্জামগুলো খামারিদের জীবিকা এবং স্থানীয় ভোক্তাদের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। 

 

Sunny / Sunny

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা