নির্বাচনে কোন সংঘাত সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না- জেলা প্রশাসক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সদরপুরে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ফরিদপুর জেলা প্রশাসক"মোঃ কামরুল আহসান তালুকদারের" মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সদরপুর উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ও রহিমা খাতুন এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন নির্বাচনে কোন সংঘাত সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচন কমিশনারের দিক নির্দেশনায় সুষ্ঠু অবাদ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান শিকদার, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ, উপজেলা সাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওমর ফয়সাল, মহিলা ভাইস জিনিয়া নাজনীন কল্পনাসহ, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
মতবিনিময় সভা শেষে উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের ১০টি বিদ্যালয়ে শিক্ষক ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি ট্রলার উপহার দেয়া হয়। পরে দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের ৮৬ নং নুরুদ্দিন সর্দার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস, ব্যাগ, পানির পট ও শিক্ষা উপকরণাদি বিতরণ করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (ডি আর আর ও) আবু নাসের মোহাম্মদ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ জামসেদ আহমেদ, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন সর্দার, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এমএসএম / এমএসএম