ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দের জের

সিংগাইরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৪ জন


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৪:৯
মানিকগঞ্জের সিংগাইরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ৪ জন  । গত ১২ নভেম্বর রোববার বেলা অনুমান ৪ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে  । হামলাকারীরা হচ্ছেন সামাদ (৪২) , আজাদ (৪০), আছর (৩৮), কাউসার (২০), রাজিয়া বেগম (৫৮), ফুলজান (৩৬) ও পান্না আক্তার (২৬)  । আহত পরিবারের পক্ষে হযরত আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে  সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে  । সিংগাইর থানার মামলা নম্বর ১৬  । 
 
মামলার  এজাহার ও বাদী পরিবার সূত্রে জানা গেছে , বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল  । ইতিপূর্বে কয়েক দফায় তর্ক বিতর্কও হয়েছে কয়েকবার  । গত ১২ নভেম্বর রোববার বেলা চারটার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে সুযোগ বুঝে সহসা বাদীর বাড়ির আংগিনায় ঢুকে রামদা , হাতুড়ি, লোহার মোটা পাইপ ও অন্নান্য দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারিভাবে হামলা চালায়  । এতে একই পরিবারের ৪ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে কাতরাচ্ছে  । প্রতক্ষদর্শী ও হামলার শিকার ওমর ফারুক রতন বলেন, আমাদের বাড়িতে পূর্ব ভিটায় নতুন একখানা ঘর নির্মাণ নিয়ে সবাই ব্যস্ত ছিলাম  । আমার ছোট ভাই ফরহাদ (২৫) কে বাড়ির আংগিনায় একা পেয়ে বিবাদীরা সবাই ঝাঁপিয়ে পরে সারা শরীরে বেধড়ক মারপিট করে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে  । আমি তাকে বাঁচাইতে গেলে আমাকেও ওরা সবাই পিটিয়ে আমার হাত ভেংগে দেয়  । আমার চিৎকার শুনে আমার মা রেহেনা বেগম (৫৫) ও বেড়াতে আসা ছোট ভাইয়ের শ্যালক তৌসিফ আমিন খান এগিয়ে আসলে  তাদেরকেও অমানবিকভাবে হামলা করে  । সন্ত্রাসীদের হামলায় আমার মায়ের মাথার খুলি ফেঁটে গিয়েছে এবং তৌসিফের চোখের রেটিনা নষ্ট হবার পথে  । তাদের দুজনের অবস্থা বেশ আশংকাজনক  । 
 
এদিকে গত ১৫ নভেম্বর বুধবার বেলা ১২ টার দিকে একদল গণমাধ্যমকর্মী সরেজমিনে গিয়ে বিবাদীদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি  । অপরদিকে বিবাদের বিরুদ্ধে উঠে এসেছে ভয়ংকর বিভিন্ন তথ্য  । বছর খানেক আগে আপন চাচা আক্কাস আলীকে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া যায় বিবাদীদের বিরুদ্ধে  । প্রায় ৫ বছর আগে একই এলাকার আব্বাস আলী নামের এক কৃষককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এখনও মামলা চলমান রয়েছে বিবাদী আছরের বিরুদ্ধে  । আছরের পরকীয়া দেখে ফেলাই কাল হয়েছিল নিরীহ আব্বাস আলীর  । এছাড়াও প্রায়শয় কাউকে না কাউকে মারধরের শিকার হতে হয় এদের হাতে  । বাদী পরিবার আরও জানায় , অভিযুক্ত সামাদ ইউরোপ দেশে চাকরি করে মোটা টাকা ইনকাম করাতে দেশের আইন ও পুলিশ প্রশাসন সহ  এলাকার কাউকে সে তোয়াক্কা করে না  । নিজ ভাইদের লেলিয়ে দেয় অন্নদের ওপর হামলা করতে  ।
 
 সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন , এ ঘটনায় বিবাদীদের বিরুদ্ধে থানায় মামলা নেয়া হয়েছে  । তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে  । 

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু