ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে মিধিলির আঘাতে খাদ্য গুদামের গাছ পড়ে অসহায় পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতি


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ৩:১

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুর্ণিঝড় মিধিলির আঘাতে খাদ্য গুদামের বিশাল আকৃতির একটি কড়ই গাছ পড়ে গুদামের পাশের বাড়ীর মৃত সুলতান আহমেদ পাটোয়ারীর ছেলে রফিকুল ইসলাম পাটোয়ারীর একটি টিনশেড ঘর দুমড়ে-মুচড়ে যাওয়া সহ আরেকটি সেমি পাকা ঘরে ফাটল ও ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা এলাকায়। ভেঙ্গে পড়া গাছটি সরিয়ে না নেয়া পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগি রফিকুল ইসলাম। এ ঘটনায় শীঘ্রই গাছটি সরিয়ে নিতে এবং ক্ষতিপূরণ চেয়ে ভুক্তভোগি রফিকুল ইসলাম সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ভুক্তভোগি রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার সন্ধ্যায় ঘুর্ণিঝড় মিধিলির আঘাতে চৌদ্দগ্রাম খাদ্য গুদামের একটি বড় কড়ই গাছ পড়ে আমার একটি টিনশেড ঘর দুমড়ে-মুচড়ে গেছে। এছাড়া একটি সেমি পাকা ঘরের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরা সহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাছটি ভেঙ্গে পড়ার পর প্রায় ১ সপ্তাহ পার হলেও গুদাম কর্তৃপক্ষ এখনো পরিত্যাক্ত ওই গাছটি সরিয়ে না নেয়ায় ভেঙ্গে পড়া ঘরটি মেরামত করতে পারছিনা। যারফলে পরিবার নিয়ে নিজঘরে বসবাস করাও অসম্ভব হয়ে পড়েছে। যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পরও তারা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ সময় তিনি ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিকদের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সিরাজী বলেন, ‘ঘুর্ণিঝড় মিধিলির আঘাতে গুদামের একটি বিশাল আকৃতির গাছ পড়ে সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙ্গে গেছে। এতে পাশের বাড়ীর রফিক নামে এক ব্যক্তির টিনের ঘর ভেঙ্গে যাওয়া সহ আরো ক্ষতি সাধিত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ উর্ধ্ব মহলে লিখিতভাবে জানিয়েছি। নির্বাহী অফিসার মহোদয় বন বিভাগকে গাছটি সরিয়ে নেয়ার দায়িত্ব দিয়েছেন। আশা করছি শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, ‘গাছ পড়ে সীমানা প্রাচীর ভাঙ্গার বিষয়টি আমাকে জানিয়েছে গুদাম কর্তৃপক্ষ। কারো ঘর ভাঙ্গার বিষয়টি আমাকে জানানো হয়নি। সাংবাদিকদের মাধ্যমে এখনই বিষয়টি জানলাম। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

এমএসএম / এমএসএম

সরিষাবাড়ীতে যমুনা নদীতে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী প্রতিবাদ, আটক -৪

গোপালগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসকের পরিদর্শন

হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা,শ্রমিকদের বিক্ষোভ

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত