এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলায় সাদিয়া আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সতেরো রশি গ্রামের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
সাদিয়া আক্তার উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেন ডাঙ্গী গ্রামের আব্দুস ছালাম মৃধার মেয়ে। সাদিয়া সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।
সাদিয়ার মা রোজিনা আক্তার বলেন, সাদিয়া এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলো। ফলাফল দিলে দেখা যায় সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে । এটা জানার পর ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। পরে আমরা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ গোলাম রাব্বানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদিয়া আক্তারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন আল রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম