ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ডাসারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১:২৫
"উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। মাদারীপুরের ডাসারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
ডাসার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু সহদেব চন্দ্র বাড়ৈর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু।বিশেষ অতিথি ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, ডাসার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি দুলাল চন্দ্র নাগ, সাধারন সম্পাদক সৈয়দ বাহাউদ্দিন সাহিদ, ডাসার উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ বিদ্যুৎ কান্তি বাড়ৈ, ডি,কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজের প্রভাষক মোঃ মাহতাব উদ্দিন খান, শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার, সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম, শশিকর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধবী রানী, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুজ্জামান, দুলাল চন্দ্র ঢালী,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। 
 
এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, ডাসার উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পরই এই প্রথম আমরা এ দিবসটি উদযাপন করলাম।  আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে চাই। ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, দুর্নীতি প্রতিরোধে সকলেরই ঐক্যবদ্ধ হতে হবে। কারও একার পক্ষে এটা প্রতিরোধ করা সম্ভব নয়। দুর্নীতি এখন যে ভাবে ছড়িয়েছে, আমাদেরকে যার যার পরিবার থেকে এটা প্রতিরোধ শুরু করতে হবে। তাহলেই আমরা দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলতে পারবো। যে স্বপ্নটি ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন

জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন