ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

শিবচরে বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ৩:৪৮

মাদারীপুর শিবচর উপজেলায়,শীতের সবজি বাজারে আসায়। নতুন শাকসবজির দাম কিছুটা কমলেও গত বৃহস্পতিবার দিনভর বৃষ্টির কারণে সবজির বাজার আবার ও চড়া। গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন  সবজির দাম। আর পেঁয়াজ দাম ১৩০ টাকা থেকে এক লাফে ১৮০ টাকায় পৌঁছেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে শিবচরে বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে কেবল কাঁচা সবজিই নয়, বেড়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এসব পণ্যের দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারাও। তবে তারা বলছেন, দাম আরও বাড়তে পারে।

শিবচর পৌর বাজারের বিক্রেতাদের সাথে আলাপ করলে তারা জানান,‘চলতি সপ্তাহে বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা, পুরাতন আলু ৬০ টাকা, পেঁয়াজ পুরাতন ১শত ৮০ টাকা, নতুন পেঁয়াজ ১শত ৫০ টাকা, কাঁচা মরিচ ১শত, পটল ৪০ টাকা, ফুল কফি ৪০, বাঁধা কফি ৩৫ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৪০ টাকা, রসুন দেশী ২শত ২০ টাকা, রসুন চায়না ২শত টাকা, দেশী শিম ১শত টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, বেগুন জাত ভেদে ৬০-৮০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি করে। এছাড়া লাল শাক, পালং শাক, মেথি শাকসহ নানা প্রকারের শাক বিক্রি হচ্ছে আঁটি ৩০ থেকে ৪০ টাকা।

সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা সুহেল মিয়া বলেন, কয়েক দিন আবহাওয়া খারাপ থাকায় সবজির দাম বেড়েছে। আরেক বিক্রেতা আমির হোসেন বলেন, ‘বৃষ্টি হলে তো এমনিতেই সবজির দাম বেড়ে যায়। আর এটা তো শীতকালের বৃষ্টি। দাম তো বাড়বেই।’বাজার করতে আসা মিঠুন বিশ্বাস বলেন, সবজির দাম কমতে শুরু করেছিল।ভাবছিলাম কমদামে সবজি পাওয়া যাবে। কিন্তু বৃষ্টির অজুহাতে আবার সবকিছুর দাম বাড়ছে।

আরেক ক্রেতা মনির হোসেন শিকদার বলেন, ব্যবসায়ীরা শুধু উসিলা খোঁজেন দাম বাড়ানোর। এখন একটু বৃষ্টি হয়েছে, আর দাম বাড়িয়ে দিয়েছে। এদিকে অতিরিক্ত দামে পন্য বিক্রির ক্ষেত্রে ভোক্তা অধিকারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। জেলার শিবচরসহ বিভিন্ন স্থানে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।’

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান