ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

শিবচরে বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ৩:৪৮

মাদারীপুর শিবচর উপজেলায়,শীতের সবজি বাজারে আসায়। নতুন শাকসবজির দাম কিছুটা কমলেও গত বৃহস্পতিবার দিনভর বৃষ্টির কারণে সবজির বাজার আবার ও চড়া। গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন  সবজির দাম। আর পেঁয়াজ দাম ১৩০ টাকা থেকে এক লাফে ১৮০ টাকায় পৌঁছেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে শিবচরে বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে কেবল কাঁচা সবজিই নয়, বেড়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এসব পণ্যের দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারাও। তবে তারা বলছেন, দাম আরও বাড়তে পারে।

শিবচর পৌর বাজারের বিক্রেতাদের সাথে আলাপ করলে তারা জানান,‘চলতি সপ্তাহে বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা, পুরাতন আলু ৬০ টাকা, পেঁয়াজ পুরাতন ১শত ৮০ টাকা, নতুন পেঁয়াজ ১শত ৫০ টাকা, কাঁচা মরিচ ১শত, পটল ৪০ টাকা, ফুল কফি ৪০, বাঁধা কফি ৩৫ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৪০ টাকা, রসুন দেশী ২শত ২০ টাকা, রসুন চায়না ২শত টাকা, দেশী শিম ১শত টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, বেগুন জাত ভেদে ৬০-৮০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি করে। এছাড়া লাল শাক, পালং শাক, মেথি শাকসহ নানা প্রকারের শাক বিক্রি হচ্ছে আঁটি ৩০ থেকে ৪০ টাকা।

সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা সুহেল মিয়া বলেন, কয়েক দিন আবহাওয়া খারাপ থাকায় সবজির দাম বেড়েছে। আরেক বিক্রেতা আমির হোসেন বলেন, ‘বৃষ্টি হলে তো এমনিতেই সবজির দাম বেড়ে যায়। আর এটা তো শীতকালের বৃষ্টি। দাম তো বাড়বেই।’বাজার করতে আসা মিঠুন বিশ্বাস বলেন, সবজির দাম কমতে শুরু করেছিল।ভাবছিলাম কমদামে সবজি পাওয়া যাবে। কিন্তু বৃষ্টির অজুহাতে আবার সবকিছুর দাম বাড়ছে।

আরেক ক্রেতা মনির হোসেন শিকদার বলেন, ব্যবসায়ীরা শুধু উসিলা খোঁজেন দাম বাড়ানোর। এখন একটু বৃষ্টি হয়েছে, আর দাম বাড়িয়ে দিয়েছে। এদিকে অতিরিক্ত দামে পন্য বিক্রির ক্ষেত্রে ভোক্তা অধিকারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। জেলার শিবচরসহ বিভিন্ন স্থানে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।’

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে জেলা বিএনপির৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

মানবিক বাংলাদেশ গড়াতে আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবেঃ সুবর্ণচরে ডা. শফিকুর রহমান

শেখ হাসিনা বাক্স ভরে টাকা নিয়ে পালিয়েছেঃ :কর্নেল অলি

উপার্জনের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে দিশাহারা কলসকাঠীর পরিমল

নবীনগরে বিয়ের অনুষ্ঠানে বাবা-ছেলেকে গুলি

সুবর্ণচরে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় দোয়া

কাপ্তাইয়ে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে সাংবাদিকের মায়ের মৃত্যু

তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার!

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

অস্ত্রের মুখে জিম্মি করে একই রাতে ৪টি বাড়িতে ডাকাতি, আসামি ধরার জন্য তৎপর পুলিশ

৯৯৯ এ কল করে সহায়তা চেয়ে উল্টো এক পরিবারের ৭জনকে গ্রেপ্তারের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন