ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

শিবচরে বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ৩:৪৮

মাদারীপুর শিবচর উপজেলায়,শীতের সবজি বাজারে আসায়। নতুন শাকসবজির দাম কিছুটা কমলেও গত বৃহস্পতিবার দিনভর বৃষ্টির কারণে সবজির বাজার আবার ও চড়া। গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন  সবজির দাম। আর পেঁয়াজ দাম ১৩০ টাকা থেকে এক লাফে ১৮০ টাকায় পৌঁছেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে শিবচরে বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে কেবল কাঁচা সবজিই নয়, বেড়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এসব পণ্যের দাম বৃদ্ধির কারণ জানেন না বিক্রেতারাও। তবে তারা বলছেন, দাম আরও বাড়তে পারে।

শিবচর পৌর বাজারের বিক্রেতাদের সাথে আলাপ করলে তারা জানান,‘চলতি সপ্তাহে বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা, পুরাতন আলু ৬০ টাকা, পেঁয়াজ পুরাতন ১শত ৮০ টাকা, নতুন পেঁয়াজ ১শত ৫০ টাকা, কাঁচা মরিচ ১শত, পটল ৪০ টাকা, ফুল কফি ৪০, বাঁধা কফি ৩৫ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৪০ টাকা, রসুন দেশী ২শত ২০ টাকা, রসুন চায়না ২শত টাকা, দেশী শিম ১শত টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, বেগুন জাত ভেদে ৬০-৮০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি করে। এছাড়া লাল শাক, পালং শাক, মেথি শাকসহ নানা প্রকারের শাক বিক্রি হচ্ছে আঁটি ৩০ থেকে ৪০ টাকা।

সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা সুহেল মিয়া বলেন, কয়েক দিন আবহাওয়া খারাপ থাকায় সবজির দাম বেড়েছে। আরেক বিক্রেতা আমির হোসেন বলেন, ‘বৃষ্টি হলে তো এমনিতেই সবজির দাম বেড়ে যায়। আর এটা তো শীতকালের বৃষ্টি। দাম তো বাড়বেই।’বাজার করতে আসা মিঠুন বিশ্বাস বলেন, সবজির দাম কমতে শুরু করেছিল।ভাবছিলাম কমদামে সবজি পাওয়া যাবে। কিন্তু বৃষ্টির অজুহাতে আবার সবকিছুর দাম বাড়ছে।

আরেক ক্রেতা মনির হোসেন শিকদার বলেন, ব্যবসায়ীরা শুধু উসিলা খোঁজেন দাম বাড়ানোর। এখন একটু বৃষ্টি হয়েছে, আর দাম বাড়িয়ে দিয়েছে। এদিকে অতিরিক্ত দামে পন্য বিক্রির ক্ষেত্রে ভোক্তা অধিকারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। জেলার শিবচরসহ বিভিন্ন স্থানে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।’

এমএসএম / এমএসএম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

চট্টগ্রামকে বিশ্বমানের স্মার্ট সিটি গড়ার স্বপ্ন ডা. শাহাদাতের

রাজশাহী-১ আসনে মনোনীত শরিফ, নেতাকর্মীদের উচ্ছ্বাস!

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকাদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হামায় নিহত গরু ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়