উপার্জনের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে দিশাহারা কলসকাঠীর পরিমল
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে রাতে তালা কেটে পরিমল চন্দ্র শীলের ভ্যান চুরি হাওয়ায় ঋণের বোঝা নিয়ে অসহায় পরিমল।
২৯ই জানুয়ারি ২০২৫ (বুধবার)রাতে প্রতিদিনের মতো বাড়ির সামনে তার নিজের চায়ের দোকানের পাশে তালা দিয়ে রাখেন ভ্যানটি ৩০ই জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে ঘুম থেকে উঠে দেখেন ভ্যানটি নেই পরে রয়েছে ভ্যানের চার্জার ও দুইটি তালাবদ্ধ করা ভ্যানের তালা তালা কেটে ভ্যানটি চুরি করেছে দুর্বৃত্তরা।
পরিমল শীল জানান,
গ্রামীণ ব্যাংক থেকে ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করে অধিকাংশ টাকা দিয়ে ভ্যানটি ক্রয় করে বাকি টাকা ঋণ ছিলাম তা পরিশোধ করে দিয়েছি কিছুদিন পরেই ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে যায় পরবর্তীতে ৩৫ হাজার টাকা ধার করে এনে ভ্যানে ব্যাটারি লাগাতে হয়েছে।
তিনি আরো জানান,
আমার নিজ বাড়ির সামনে কয়েক বছর আগে ব্যাংক থেকে ঋণ করে একটি চায়ের দোকান করি যাতে ৫০ থেকে একসত টাকা লাভ হয় ওই দোকানে আমার স্ত্রী বসে।
আর আমার ভ্যান চালিয়ে প্রতি সপ্তাহে ২১০০ টাকা গ্রামীণ ব্যাংকের কিস্তি দিতে হয়,ও ৮০ বছরের বৃদ্ধ মা সহ পাঁচজন আমার পরিবারের সদস্যদের ভরন পোষনের দায়িত্ব পালন করতে হয় আমার আয়ের উৎস একমাত্র সম্বল ভ্যানটি তাও চুরি হয়ে জায়,মাথা গোঁজার ঠাঁই ঘরটি সহ তিন চার শতাংশ জমি ছাড়া আর কিছু নেই।
একমাত্র আমার আয়ের উৎস ছিল এই ভ্যানটি আমি অন্য কোন কাজ করতে পারি না তাই এই ব্যাটারি চালিত ভেনটি দিয়ে আমার সংসার চলতো আমি এখন দিশেহারা হয়ে গেছি একদিকে এনজিওর ঋণ দিতে হয় অন্যদিকে আমার সংসারে খরচ বহন করতে কষ্ট হচ্ছে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজা সহ উপরোস্ত কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন ভ্যান চালক পরিমল ও তার পরিবার।
এমএসএম / এমএসএম