সদরপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সদরপুর উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৯৪৮ সালের এই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।
দিবসটি উপলক্ষে (১০ ডিসেম্বর) রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
পরে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সদরপুর শাখার সাধারণ সম্পাদক, আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় ও সভাপতি, হায়দার দেওয়ানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ফিলিস্তিনি মুক্তি ও ৭৫ বছরের গনহত্যা বন্ধের দাবী জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী, কেএম আবু সাঈদ, মোঃ নাজমুল হুদা, রাজিব হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম