ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

তেঁতুলিয়ায় ভাঙছে বাউফল

বালুমহল নেই, তবুও অবৈধ ভাবে বালু উত্তোলন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৩ দুপুর ৪:৩০

পটুয়াখালীর বাউফলে বছরের পর বছর ধরে ভাঙছে তেঁতুলিয়া নদীর দুইপাড়। বিলীন হয়ে যাচ্ছে ঘর-বাড়ি ও ফসলি জমি। অব্যাহত ভাঙন কবলিত এলাকায় নেই বালুমহল। তবে অবৈধভাবে বালু উত্তোলনে থেমে নেই ক্ষমতাসীন দলের একটি প্রভাবশালী মহল।  উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকায় তেঁতুলিয়া নদীর তলদেশ থেকে  আইনকানুনের তোয়াক্কা না করে বালু তুলছেন এ প্রভাবশালীরা। দিনে তোলা হয় প্রায় ৪লাখ ঘনফুট বালু। আর মাসে তোলা হয় প্রায় ১২০লাখ ঘনফুট। ফুট প্রতি ৮টাকা দরে  যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ ইউনিয়ন, নাজিরপুর  ইউনিয়নের ধানদী, নিমদী, কচুয়া ও ধুলিয়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। যার কারনে  এসব এলাকায় বালু মহল ইজারা বন্ধ রয়েছে। শুধু মাত্র বাউফল -দশমিনা সিমানায় বুড়াগৌরঙ্গ নদীর ডুবাচরে ৪ একর এলাকায় জুড়ে বালুমহল ইজারা দেয়া হয়েছে। এর বাহিরে তেঁতুলিয়া নদীর কোনো পয়েন্টে বালুমহল নেই। তবে বালু মহল না থাকার পরেও চরব্যারেট এলাকায় থেকে অবৈধ বাণিজ্যিক ভাবে বালু তোলা হচ্ছে। এতে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অপরদিকে অপরিকল্পিতভাবে বালু তোলায় তেঁতুলিয়া নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ছে নদী ভাঙন তীব্রতা। 
বালু তোলা ও পরিহবনের সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তি ও  স্থানীয় সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু তুলছেন ভোলার বোরহান উদ্দিনের যুবলীগ নেতা মোশারেফ হোসেন। বিশালাকৃতির অত্যাধনিক ৩টি ড্রেজার দিয়ে ২৪ঘন্টা ধরে এ কাজ করে চলছেন তাঁর লোকেরা। এসব ড্রেজার দিয়ে দিনে প্রায় ৪ লাখ ঘনফুট বালু তোলা হয়। প্রতি ঘনফুট বালু বিক্রি হয় ৮ টাকা দরে। দিনে বিক্রি হয় ৩২ লাখ টাকা। আর প্রতি মাসে বিক্রি হচ্ছে ৯কোটি ৬০ লাখ টাকা। অবৈধ বালু বিক্রির বিশাল অংকের এ টাকা ঢুকছে বালু খেকো চক্রের পকেটে। এ চক্রের মূল হোতা মোসারেফ হলেও এর সাথে পটুয়াখালী ও ভোলার ক্ষমতাসীন দলের একাধিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিও  জড়িত রয়েছেন। 
গত ১৩ ডিসেম্বর তেঁতুলিয়া নদীর চরব্যারেট এলাকা থেকে বালু তোলার চিত্র দেখতে সেখানে যায় এই প্রতিবেদক। ছোট ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীর চরব্যারেট সিমানায় গিয়ে দেখা যায় ৩টি ড্রেজার দিয়ে বালু তোলার কাজ চলছে। পাশাপাশি আল কাবা ড্রেজিং প্রকল্প ও  এমবি রাফসান নামে দুইট ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। একটু দুরে রয়েছে আরও একটি বালু তোলার ড্রেজার। এসময় তেঁতুলিয়ার চরব্যারেট এলাকার কয়েক কিলোমিটার জুড়ে রয়েছে সারি সারি বালু পরিবহণের বলগেট (জাহাজ)। অবৈধ বালু তোলার এ কর্মযজ্ঞের চিত্র ধারন করতে গেলে মোসারেফ বাহিনীর তোপের মুখে পড়তে হয়। মোসারেফের লোকজন তাদের ট্রলার দিয়ে এ প্রতিবেদকের ট্রলার ধাওয়া করার চেষ্টা চালায়। 
বালু পরিবহণের কাজে নিয়োজিত এমবি নওরোজ জাহাজের একাধিক শ্রমিক জানান, প্রতিদিন ৪০ থেকে ৪৫টি বলগেটে(জাহাজ) করে এসব বালু চলে যায় পটুয়াখালী জেলার পায়রা বন্দর, বাউফল, দশমিনা, গলাচিপা, ভোলা জেলার লালমোহন, দৌলাতখান, বোরহানউদ্দিন, চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায়। 
নদীর জেলে ও  স্থানীয় একটি সূত্র জানায়, অবাধে বালু তোলার জন্য মোসারেফের রয়েছে  সন্ত্রাসী বাহিনী। বালু তোলার ড্রেজারের আশে পাশে কোনো সাংবাদিক বা জেলে নৌকাও যেতে পারে না। কেউ ড্রেজারের কাছে গেলে তাদের হামলা করেন মোসারেফের লোকজন। 
খোঁজ নিয়ে জানা যায়, বালু খেকো মোসারেফের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তার বাবার নাম  আবুল কামাল বরদার। তিনি ওই উপজেলার গঙ্গাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক। মোসারেফ দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছের ব্যবসা করে আসছিলেন। গত ৭মাস ধরে শুরু করেন অবৈধ বালুর ব্যবসা। এ ব্যবসা নিয়ন্ত্রণ করতে গড়ে তোলে বিশাল বাহিনী। এছাড়াও ভোলা ও পটুয়াখালীর একাধিক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিকে মাসওয়ারা দেন মোসারেফ।
অবৈধ বালু উত্তোলনের বিষয়ে মুঠোফোনে মোসারেফ হোসেনের কাছে জানতে চাইলে  তিনি বলেন, আমি ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।    
আইনকানুনের তোয়াক্কা না করে অবৈধ ভাবে বালু উত্তোলন করায়  তেঁতুলিয়া নদী পাড়ের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট, চর রায়সাহেব ও চরওয়াঢেল এলাকার প্রায় ১৫কিলোমিটার এলাকায় জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। ইতি মধ্যে কয়েক বছরে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ৩শ একর জমি। ভিটে মাটি হারিয়ে নি:স্ব হয়ে গেছেন শত শত পরিবার। তাদেরই একজন মোতালেব হাওলাদার। তিনি বলেন, গত কয়েক বছরে তিনবার নদী ভাঙনের কবলে পড়েছেন তার পরিবার। এখন তারা নিঃস্ব। বৃদ্ধ মা, স্ত্রী সন্তান নিয়ে এক আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন। 
স্থানীয় বাসিন্দারা জানান, ৭ বছরে নদীর ভাঙন অব্যাহত রয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে শত শত একর জমি। ভিটে মাটি হারা হয়েছেন শত শত পরিবার।  ২বছর আগে ভাঙন কবলিত এলাকায় একটি নতুন চর জেগে উঠতে শুরু করে। এতে সব হারানো মানুষের মাঝে স্বস্তি ফিরে। তবে গত ১বছর ধরে ওই ডুবোচর কেটে বালু উত্তোলন শুরু করে ভোলার বালু খেকো মোসারেফ। বালু উত্তোলনে নিষেধ করলে স্থানীয়দের উল্টো হুমকি ধামকি দেয়। নিজের ভিটে মাটি রক্ষা করতে ৭ মাস আগে মোসারেফের একটি বালু বোঝাই জাহাজ জব্দ করে স্থানীয়রা। পরে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল বলেন, নদীর তলদেশ থেকে বালু অপরিকল্পিতভাবে বালু তোলা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। যার মধ্যে স্থানীয়  উদ্ভিদ ও প্রাণিকুলের আবাসস্থল  এবং তাদের খাদ্যের উৎস ধ্বংস হচ্ছে। ফলে ইলিশসহ মৎস্য প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। অপরদিকে বালু উত্তোলনে নদী গর্ভের গঠন প্রক্রিয়া বদলে যাচ্ছে এবং নদী ভাঙছে। পুরো হাইড্রোজিক্যাল কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বালু উত্তোলনের কাছাকাছি মাটির ক্ষয় যেমন ঘটছে, তেমনি মাটির গুনাগুণও নষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলছে এ অপরিকল্পিত বালু উত্তোলন। 
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, একটি চর জেগেছে। এতে নদী ভাঙন কমবে। কিন্তু সেই চর থেকে দিনরাত ২৪ ঘন্টা ধরে বালু তোলা হচ্ছে। এতে নদী ভাঙন আরও তীব্র হয়েছে। বিষয়টি তখন ইউএনওকে একাধিক বার জানানো হয়েছে। কোনো ব্যবস্থা না নেয়ায় জনগণ বালুর বলগেটও জব্দ করে। তবুও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।   
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, বালু তোলার বিষয়টি জানি। এনিয়ে স্থানীয় চেয়ারম্যানের সাথেও কথা বলেছি। উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তবে  অবিলম্বে অভিযানে নামা হবে। 
জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। এবিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ