উপ-সহকারী ভূমি কর্মকর্তার খাজনা দাখিলা কর্মকাণ্ড

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয়ের ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ জি-১৬৪৪৩০। ২০১৯ সালের ৮ জুনের উক্ত রসিদে আম্বিয়া খাতুনের নামে ২৩নং সোনাতলা মৌজার ৫৯১/১ খতিয়ানে ২.৮৭৫০ একর জমির ১৩৭৯ থেকে ১৪২৫ পর্যন্ত ৪৬ বছরের কর ৩ হাজার ৫৮৮ টাকা গ্রহণ করেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা। অথচ রসিদের কার্বন কপিতে খতিয়ান, জমির পরিমাণ এবং খাজনা আদায়ের সাল এক নয়। তবে মৌজা, টাকার পরিমাণ, স্বাক্ষর, তারিখ এক। এভাবেই ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ (খাজনা দাখিলা) একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রকে সরবরাহ করেছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা।
অনুসন্ধানে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোসা তানিয়া আক্তার মুক্তা ০৮-০৫-১৯ তারিখ সোনাতলা মৌজার এসএ ২নং সিটভুক্ত ১১৮৬, ১১৮৭ নদীর দাগের ২.৮৭৫০ একর জমির, ১৩৭৯ থেকে ১৪২৫ পর্যন্ত, ৪৬ বছরের ভূমি উন্নয়ন কর রসিদ প্রদান করেন আম্বিয়া খাতুনের নামে। অফিসে সংরক্ষিত উক্ত রসিদের কার্বন কপিতে সেটেলমেন্ট খতিয়ানের পরিবর্তে রেকর্ডীয় খতিয়ান ৯১ লেখা রয়েছে। জমির পরিমাণও পাল্টে ১.৮৭৫০ এবং কর আদায়ের সাল ১৩৭৯-৯৭ লেখা রয়েছে। অথচ সোনাতলা মৌজার রেকর্ডীয় ৯১ খতিয়ানের মালিক আছিয়া খাতুন।
অনুসন্ধানে আরো জানা যায়, একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র সেটেলমেন্ট কেস ৪৪কে/৫২-৫৩ ও ৫০কে/৬৬-৬৭-এর দ্বারা সাড়ে ৭ একর জমির ভুয়া বন্দোবস্ত মালিকানা সৃষ্টি করে উপজেলার তুলাতলি গ্রামের মোন্তাজ উদ্দীন মৃধার কন্যা আম্বিয়া খাতুনের নামে। সৃষ্টি করা হয় ৩৯২২ ও ৩৯২৩ বিএস দাগ, সহিমোহর পর্চা, বিএস হাত পর্চা। এরপর ০৯-০৫-১৯ তারিখ ইলিশের অভয়াশ্রম খ্যাত আন্ধারমানিক নদীর পাঁচ একর জমি পৃথক দুটি সাব-কবলা দলিলে (যার নম্বর ২০৫২/১৯ এবং ২০৫৩/১৯) বিক্রী করে কোটি টাকা হাতিয়ে নেয় জালিয়াত চক্রটি। সাব-রেজিস্ট্রার কাওসার খান দলিল দুটি রেজিস্ট্রি করেন।
এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোসা. তানিয়া আক্তার মুক্তা বলেন, সোনাতলা মৌজার রেজিস্টারে ৫৯১/১ খতিয়ান নেই। এর আগে অনেকে বিষয়টি জানতে চেয়েছেন। দাখিলার মূল কপি না দেখে কিছু বলা যাবে না।
সাব-রেজিস্ট্রর কাওসার খান (বর্তমানে নারায়ণগঞ্জের আড়াইহাজার স্টেশনে কর্মরত) বলেন, দলিল রেজিস্ট্রি করার সময় ভূমি অফিসের কাগজপত্র দেখে আমি রেজিস্ট্রি করেছি।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল বলেন, এ বিষয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত চলমান আছে। তদন্ত শেষ না হলে কিছু বলতে পারছি না। এছাড়া দু-এক দিনে নীলগঞ্জ তহসিল অফিস আমি পরিদর্শন করব।
ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, সহকারী কমিশনার (ভূমি) কলাপাড়াকে বিষয়টি দেখতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, যদি বিষয়টি সঠিক হয়, এগুলো আমরা কোনোভাবেই বরদাশত করব না।
এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা
