ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

গবেষণায় অনুদান পেলেন পাবিপ্রবি'র ৬ জন শিক্ষক


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ১:৪৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ জন শিক্ষক গবেষণা প্রকল্পের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান  পেয়েছেন। তারা ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য নির্বাচিত হয়েছেন। এ অর্থবছরে মন্ত্রণালয়টির ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে এ বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হবে।

সোমাবর (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়৷ এ বছর ৬৯৬ টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

মোট তিনটি প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয়ের ইইসিই, পদার্থ ও গণিত বিভাগের দুইজন করে মোট ছয়জন গবেষক অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন। একটি প্রকল্পের জন্য ইইসিই বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ প্রধান গবেষক ক্যাটাগরিতে ও সহকারী অধ্যাপক মো. ফাতিন ইশরাক সহযোগী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। আরেকটি প্রকল্পের জন্য পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী প্রধান গবেষক ক্যাটাগরিতে ও অধ্যাপক ড. মো. খায়রুল আলম সহকারী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

এদিকে অন্য একটি প্রকল্পের জন্য গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম প্রধান গবেষক ক্যাটাগরিতে ও সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সহকারী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষকগণ প্রতিটি গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ লাখ ৫০ হাজার টাকা করে পাওয়ার কথা রয়েছে।

গবেষণা অনুদানের জন্য মনোনীত হতে পেরে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,এই গবেষণা অনুদান গবেষণার কাজে শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে দিবে। এটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত আরো সমৃদ্ধ হবে। ফলে বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যাবে।

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করা থাকে। সাধারণত তিনটি ক্ষেত্রে শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ মোট ৬টি গ্রুপে এই গবেষণা অনুদান দেওয়া হয়ে থাকে। 

এমএসএম / এমএসএম

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি