গবেষণায় অনুদান পেলেন পাবিপ্রবি'র ৬ জন শিক্ষক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ জন শিক্ষক গবেষণা প্রকল্পের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেয়েছেন। তারা ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য নির্বাচিত হয়েছেন। এ অর্থবছরে মন্ত্রণালয়টির ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে এ বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হবে।
সোমাবর (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়৷ এ বছর ৬৯৬ টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মোট তিনটি প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয়ের ইইসিই, পদার্থ ও গণিত বিভাগের দুইজন করে মোট ছয়জন গবেষক অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন। একটি প্রকল্পের জন্য ইইসিই বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ প্রধান গবেষক ক্যাটাগরিতে ও সহকারী অধ্যাপক মো. ফাতিন ইশরাক সহযোগী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। আরেকটি প্রকল্পের জন্য পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী প্রধান গবেষক ক্যাটাগরিতে ও অধ্যাপক ড. মো. খায়রুল আলম সহকারী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
এদিকে অন্য একটি প্রকল্পের জন্য গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম প্রধান গবেষক ক্যাটাগরিতে ও সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সহকারী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষকগণ প্রতিটি গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ লাখ ৫০ হাজার টাকা করে পাওয়ার কথা রয়েছে।
গবেষণা অনুদানের জন্য মনোনীত হতে পেরে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,এই গবেষণা অনুদান গবেষণার কাজে শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে দিবে। এটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত আরো সমৃদ্ধ হবে। ফলে বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যাবে।
প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করা থাকে। সাধারণত তিনটি ক্ষেত্রে শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ মোট ৬টি গ্রুপে এই গবেষণা অনুদান দেওয়া হয়ে থাকে।
এমএসএম / এমএসএম
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ