ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

আওয়ামীলীগ ও যুবলীগের দুই প্রেসিডিয়ামের হ্যাট্রিক লড়াই


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৩:৪০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে চলছে আওয়ামীলীগ ও যুবলীগের দুই প্রেসিডিয়াম সদস্যর মধ্যে হ্যাট্রিক লড়াই। একজন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, অপরজন ফরিদপুর ৪ আসনের দুইবারের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য  মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

কাজী জাফর উল্লাহ তিনি নৌকা প্রতীক নিয়ে গত দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও তিনি পুনরায় নৌকার মাঝি হয়ে নির্বাচন করছেন, এবার যদি তিনি নির্বাচিত হয়ে জয়লাভ করেন তাহলে তার পরাজয়ের খাতায় হ্যাট্রিক শব্দটা থাকবেনা । আর যদি পরাজিত হন তাহলে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয়ের সংখ্যা তৃতীয় অর্থাৎ হ্যাট্রিক যোগ হবে।

ওপর দিকে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ১৪ এবং ১৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এলাকায় জনপ্রিয়তায় শীর্ষে থাকায় এবার তিনি দল থেকে মনোনয়ন চাইলেও তাকে মনোনয়ন দেয়া হয়নি। তাই তিনি আবারও তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে ঈগল মার্কা নিয়ে নির্বাচন করছেন। এবার যদি তিনি নির্বাচিত হয়ে জয়লাভ করেন তাহলে তার জয়ের খাতায় হ্যাট্রিক শব্দটি যোগ হবে।

জয় পরাজয়ের প্রতিযোগিতায় আওয়ামিলীগ ও যুবলীগের দুই প্রেসিডিয়াম সদস্যই লড়াই চালিয়ে যাচ্ছে। একজন তৃতীয়বারের পরাজয়ের নাম ঘোচানো এবং এলাকার উন্নয়ন করার জন্য। অপরজন তৃতীয়বারের মতো জয়লাভ করে করে উন্নয়ন ও মূল্যায়নের ধারা অব্যাহত রাখার লক্ষে। তবে জয়ের ব্যাপারে দুজনেই শতভাগ আশাবাদী এখন অপেক্ষার পালা আগামী ৭জানুয়ারি পর্যন্ত।

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ