আওয়ামীলীগ ও যুবলীগের দুই প্রেসিডিয়ামের হ্যাট্রিক লড়াই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে চলছে আওয়ামীলীগ ও যুবলীগের দুই প্রেসিডিয়াম সদস্যর মধ্যে হ্যাট্রিক লড়াই। একজন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, অপরজন ফরিদপুর ৪ আসনের দুইবারের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
কাজী জাফর উল্লাহ তিনি নৌকা প্রতীক নিয়ে গত দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও তিনি পুনরায় নৌকার মাঝি হয়ে নির্বাচন করছেন, এবার যদি তিনি নির্বাচিত হয়ে জয়লাভ করেন তাহলে তার পরাজয়ের খাতায় হ্যাট্রিক শব্দটা থাকবেনা । আর যদি পরাজিত হন তাহলে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয়ের সংখ্যা তৃতীয় অর্থাৎ হ্যাট্রিক যোগ হবে।
ওপর দিকে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ১৪ এবং ১৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এলাকায় জনপ্রিয়তায় শীর্ষে থাকায় এবার তিনি দল থেকে মনোনয়ন চাইলেও তাকে মনোনয়ন দেয়া হয়নি। তাই তিনি আবারও তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে ঈগল মার্কা নিয়ে নির্বাচন করছেন। এবার যদি তিনি নির্বাচিত হয়ে জয়লাভ করেন তাহলে তার জয়ের খাতায় হ্যাট্রিক শব্দটি যোগ হবে।
জয় পরাজয়ের প্রতিযোগিতায় আওয়ামিলীগ ও যুবলীগের দুই প্রেসিডিয়াম সদস্যই লড়াই চালিয়ে যাচ্ছে। একজন তৃতীয়বারের পরাজয়ের নাম ঘোচানো এবং এলাকার উন্নয়ন করার জন্য। অপরজন তৃতীয়বারের মতো জয়লাভ করে করে উন্নয়ন ও মূল্যায়নের ধারা অব্যাহত রাখার লক্ষে। তবে জয়ের ব্যাপারে দুজনেই শতভাগ আশাবাদী এখন অপেক্ষার পালা আগামী ৭জানুয়ারি পর্যন্ত।
এমএসএম / এমএসএম

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ
