নৌকার স্লোগান দিয়ে, পুলিশের সহযোগিতায় স্বতন্ত্রের সমর্থকদের বাড়িতে গুলি ও ভাংচুরের অভিযোগ

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম মোতালেবের সমর্থক এক চেয়ারম্যানের বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান বিদোয়ানুল ইসলাম সুমনের বাড়ি ইছানগরে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের প্রচারকাজে নিয়োজিত একটি মাইক্রো, সিএনজিচালিত অটোরিকশা ও নির্বাচনি অফিসও ভাঙচুর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান। এ ঘটনায় সকাল ১০টা পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১২টার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্লোগান দিতে দিতে ৩০-৩৫ জনের একটি গ্রুপ পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম সুমনের বাড়িতে মুহুর্মুহু গুলি করতে থাকে।
পরে সাতকানিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশের কয়েকটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। গভীর রাতে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান, সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল ইসলাম, ঢেমশা পুলিশ ফাঁড়ির আইসি ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতিতে চেয়ারম্যান সুমনের বাড়ি লক্ষ্য করে মুহুর্মহু গুলি করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-১১-২১৮৬)-এর গ্লাস ভাঙচুর করে সন্ত্রাসীরা। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম সুমন জানান, গভীর রাতে বর্তমান এমপি নদভী সাহেবের নামে স্লোগান দিতে দিতে আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। পুলিশের উপস্থিতিতে গুলি করা হয়েছে। পুলিশের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়া সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেব সাহেবের নির্বাচনি অফিস ভাঙচুর করেছে।
এদিকে ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো: জোবায়ের বলেন,সাংসদ নদভী কয়েকদিন ধরে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বিভিন্ন মিটিং সমাবেশে গতরাতের হামলা ওটার বহি:প্রকাশ।
এরকম চলতে থাকলে আমাদের নেত্রীর যে নির্বাচনকে উৎসব মুখর গড়ে তোলার নির্দেশনা তা বাস্তবায়ন হবেনা।
উপস্থিত সাংবাদিকদের মেয়র জোবায়ের ভিডিও বক্তব্যে আরো বলেন,ঢেমশা পুলিশ বিটের ইনচার্জ সৈয়দ ওমরের প্রত্যক্ষ সহযোগিতায় নৌকার সমর্থকরা আমাদের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সুমনকে নির্বাচনের আগে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়।
তিনি আরো বলেন আমরা এই ঘটনা পুনরাবৃত্তি চায়না আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, তবে গতরাতের এই তান্ডবলীলার জবাব সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আগামি ৭ই জানুয়ারি দিবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
এদিকে চেয়ারম্যান সুমনসহ স্থানীয় আরো কয়েকজন সরাসরি ঢেমশা পুলিশ বিটের ইনচার্জ সৈয়দ ওমরকে দায়ী করে বলেন, বহু গ্রেফতারী পরোয়ানা মামলার আসামী তুর্কি নামক এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করার পরেও ছেড়ে দেয় শুধু তাই নয় অস্ত্রবহনকরা সিএনজি তল্লাশী না করে বরং হামলাকারীদের ঘটনাস্থল ত্যাগ করার সরাসরি সুযোগ করে দেন আইসি ওমর।
এদিকে ফাড়ির ইনচার্জ সৈয়দ ওমরের বক্তব্যের জন্য কল করা হলে তিনি কল ধরেননি,অপরদিকে মুঠো ফোনে তার প্রেরিত টেক্সট এ লিখেন সাতকানিয়া থানার ওসির সাথে এই বিষয়ে কথা বলতে।
সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন, যদি ওমরের বিষয়ে এরকম কোন অভিযোগ থাকে তা আমরা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখব,আর ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল ইসলাম যুগান্তরকে জানান, পশ্চিম ঢেমশা ইউনিয়নের একটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত থানায় মামলা হয়নি।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
