সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচনে ভোলা সভাপতি ও রাহাত সম্পাদক
ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে ফরিদপুরের সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ চলে।
ভোটে ভোলানাথ সাহা আনারস প্রতীক নিয়ে সভাপতি ও আসাদুজ্জামান রাহাত মোটরসাইকেল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয় মোঃ সিরাজ আকন্দ, কোষাধ্যক্ষ স্বপন কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মিন্টু ও কার্যকরী সদস্য এনামুল ইসলাম নির্বাচিত হয়ে পূর্ণ প্যানেল জয়লাভ করে।
নির্বাচনে ৪জন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, চরভদ্রাসন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ তালুকদার, ডাঃ ফিরোজ মাহমুদ ও ওমর ডাক্তার।
এছাড়া প্রিজাইডিং অফিসারের দায়িত্ব ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সমীর বৈদ্য ও সরকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন।
সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার ভোটার সংখ্যা ৫৯ জন, নির্বাচনে শতভাগ ভোটারের উপস্থিতি ছিলো।
এমএসএম / এমএসএম