ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়ায় নৌকার প্রচারণায় হট্টগোল, গণসংযোগস্থল ত্যাগ চেয়ারম্যান তাপসের


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৩:২০

চট্টগ্রাম( ১৪আসন) সাতকানিয়া উপজেলার আংশিক বাজালিয়া ইউনিয়নে পূর্বনির্ধারিত নৌকার প্রার্থী ও  সাংসদ নজরুল ইসলাম এমপির গণসংযোগ করা হয়।সেই মোতাবেক বাজালিয়া ইউনিয়নের সর্বসাধারণের বিশাল বহর নিয়ে বাজালিয়ার বিশ্বেরহাট ও নাছিরের দোকান থেকে সাংসদ নজরুল ইসলাম আর বাজালিয়ার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাপস দত্ত বাজালিয়া ষ্টেশন অভিমুখে আসা মাত্রই, পূর্ব দিক থেকে পশ্চিম অভিমুখে আসা ২০/২৫জনের একটি বহর নৌকা নৌকা স্লোগান দিয়ে তাপস দত্ত আর সাংসদ নজরুল ইসলামের বহরের দিকে যোগ দিতেই স্থানীয় এক যুবক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: জোবায়েরকে মারধর করতে উদ্যত হলে,ঘটনাস্থল শান্ত রাখার স্বার্থে  সাথে সাথে চেয়ারম্যান তাপস দত্ত  তাৎক্ষণিক দুই গ্রুপের সংঘর্ষ হতে পারে এমন বক্তব্য মাইকে দিয়ে তার বহর নিয়ে স্থান ত্যাগ করার ঘোষনা দিলে সাথে সাথে তার সমর্থকরা স্থান ত্যাগ করেন।

শুধু তাই নয় তাপস দত্ত এমপি নজরুল ইসলামকেও স্পট থেকে  অন্তত ১০০গজ পেছনে নিয়ে আসেন,পরে অবশ্যই তাপস দত্তকে রেখে সাংসদ নজরুল ইসলাম  বাজালিয়া ষ্টেশনের পূর্বনির্ধারিত নৌকার অফিসে বক্তব্য রাখেন।

২৩শে ডিসেম্বর (শনিবার) দুপুর ১টার দিকে বাজালিয়া বুড়ির দোকান  থেকে বাজালিয়া ষ্টেশনের নৌকার অফিসে আসার সময়  বাজালিয়া ষ্টেশনে পৌঁছামাত্রই  লতিফ নামে এক যুবক  ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন  সাধারণ সম্পাদক জোবায়েরকে মারধরে উদ্যত হলেই পরিস্থিতি উত্তপ্ত হয়। সরেজমিনে পরিদর্শনে গেলে প্রতিবেদক স্থানীয়দের সাথে কথা বল্লে তারা জানায়,পূর্ব দিক থেকে আসা  ১৫/২০জনের একটি গ্রুপ চেয়ারম্যান তাপস দত্ত আর সাংসদ নজরুল ইসলামের বিশাল বহরের সামনে এই এলাকার হারুনুর রশীদ প্রকাশ হারুন সওদাগরের ছেলে মো:লতিফ বাজালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জোবায়েরকে প্রকাশ্যে সবার সামনে হামলার চেষ্টা করলে, চেয়ারম্যান তাপস দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সাথে সাথে রিক্সায় দাঁড়িয়ে মাইকে ঘোষনা দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে স্থান  ত্যাগ করেন।

পরে নেতাকর্মীরা তাপসের সাথে তাপস দত্তের বাড়িতে চলে যায় তখন  তাপসের অনুসারীরা বিভিন্ন রকম স্লোগান ও দেন।এদিকে তাপসের অনুসারীরা বলেন,যারা আজকে নৌকার প্রচারণায় হট্টগোল সৃষ্টি করেছে তারা রাতের বেলায় হয়ে যায় ট্রাক দিনের বেলা নৌকা।

এদিকে বাজালিয়া ষ্টেশনের নৌকার অফিস থেকে একটি মোটর সাইকেল যোগে ২জন বয়স্ক লোক এসে চেয়ারম্যান তাপস দত্তকে অনেক অনুরোধ করেছেন- নৌকার অফিসে ফিরে যেতে, কিন্তু তাপস দত্ত বলেন আমার  আর এমপি মহোদয়ের সামনেই আমার কর্মীকে  মারধর করার চেষ্টা যেখানে করা হয়, সেখানে আমি যেতে পারিনা।

এদিকে চেয়ারম্যান তাপস দত্ত উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি বিশাল বহর  আর মাননীয় সাংসদকে নিয়ে যখন ষ্টেশনের নৌকার অফিসে যাচ্ছি তখন ২০/২৫জনের একটি গ্রুপ যারা  স্বতন্ত্র প্রার্থী  ট্রাকের সমর্থক, তাদের একজন লতিফ নামে যুবক আমার নৌকার সমর্থক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মো:জোবায়েরকে প্রকাশ্যে মারতে উদ্যত হন।

তখন আমি ঝামেলা না বাড়ানোর জন্য সাথে সাথে সবার সম্মামুখে মাইকে ঘোষনা দিয়ে চলে আসছি, এবং এমপি মহোদয়কে বলেই চলে আসছি।আমি শুধু এমপি মহোদয়ের নির্বাচনের দিকে তাকিয়ে এতবড় বহর নিয়ে এবং নিজে চেয়ারম্যান হওয়ার পরেও নিজেকে শান্ত রেখেছি প্রতিবাদ না করে। তিনি আরো বলেন হয়তো  প্রতিবাদ করলে  পরিস্থিতি আরো উত্তপ্ত হবে, আমাদের এমপি মহোদয়ের নির্বাচনে তা সুন্দর দেখাবেনা।

আমাদের এমপি মহোদয় মনে কষ্টও পাবেন। সর্বোপরি আমি বলব লতিফ নামে যুবকটির আচরণ মেনে নেয়া যায় না।

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও