সাতক্ষীরা ডিসি অফিস চত্বরে পচা ধান নিয়ে কৃষকদের প্রতীকী অবস্থান
সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি, কুমারনল ও কাশিয়াডাঙা গ্রামের আড়াই হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে পচা ধান নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী প্রান্তিক চাষিরা। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- কলারোয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মুরারীকাটি সেচ কমিটির সভাপতি আরিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নুর ইসলাম, রত্না খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ২১ বছর যাবৎ মুরারীকাটি বিল জলাবদ্ধতা থাকায় তাদের অর্ধহারে-অনাহারে দিন কাটাতে হয়। এ পরিস্থিতিতে তিন গ্রামের সমন্বয়ে ধান চাষের জন্য একটি সেচ কমিটি গঠন করা হয়। ওই কমিটির মাধ্যমে বিদ্যুতের শক্তিশালী মিটার ও পাম্প স্থাপন করে কয়েক লাখ টাকা ব্যয় করে পানি নিষ্কাশন করে ধান চাষের উপযোগী করা হয়। চলতি মৌসুসে প্রায় দুই হাজার কৃষক আড়াই হাজার বিঘা জমিতে ধান চাষ করেন। ধান গাছে ফুলও ধরেছিল।
তারা আরো জানান, বিলটি দীর্ঘকাল জলাবদ্ধ থাকায় কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জবরদখল করে একটি মৎস্য ঘের করেন। সেচের কারণে তার ঘেরের পানি শুকিয়ে যায়। সম্প্রতি বর্ষার কারণে পানি জমে ধানের ক্ষতি হতে পারে ভেবে উজানের একটি কালভার্টের মুখ আটকে দেয়া হয় এবং পার্শ্ববর্তী সরকারি চাঁন মলিকের খাল দিয়ে পানি বেত্রবতী নদীতে নামানোর জন্য একটি শক্তিশালী পাম্পের ব্যবস্থা করা হয়। কিন্তু উপজেলা চেয়ারম্যান লাল্টু তার মাছের ঘেরে পানি ঢোকানোর জন্য গত ২৮ জুলাই খালের মুখ বন্ধ করে কালভার্টের মুখটি খুলে দিলে আড়াই হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে যায়। ফলে সকল ধান পচে নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে তারা জেলা প্রশাসকের সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও চাঁন মলিকের খাল ও বেত্রাবতী নদী খননের দাবি জানান। পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর বরাবর এক স্মারকলিপি পেশ করা হয়।
কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান কৃষকদের এ ধরনের ক্ষতিতে দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি জেলা প্রশাসক অবগত হয়েছেন। তদন্ত কমিটি করে সরেজমিন জলাবদ্ধ মুরারীকাটি বিল পরিদর্শন করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করেন।
এমএসএম / জামান
রায়গঞ্জে বৃষ্টিতে ডুবেছে মাঠ, ঘরে তোলার আগেই নষ্ট হচ্ছে রোপা আমন ধান
পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ
নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন
নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে জাতীয় সমবায় দিবস পালিত
রাণীনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পে ব্যাপক অনিয়ম
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফ লিটন
জয়পুরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
রাজশাহী মহানগর বিএনপি'তে সভাপতি মামুন, সম্পাদক রিটন
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
বারহাট্টায় সমবায় দিবস পালিত
ভোলায় বিএনপি বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, হামলা বিজেপি অফিস ভাংচুর আহত- ২০