ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে প্রান-নাশের হুমকির অভিযোগ
রাজধানীর ডেমরা থানার ৬৯ নং ওয়ার্ড রাজাখালী এলাকায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর এক সমর্থককে প্রান-নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ (৫৫) এর বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী সুজন প্রধান নামে এক ব্যক্তি ২৩ ডিসেম্বর শনিবার রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাজাখালী এলাকার বাসিন্দা মর্তুজার ছেলে সুজন প্রধান কে মোবাইলে ফোন করে রাজাখালী মসজিদের পাশে ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলরের গরুর খামারে ডেকে নিয়ে প্রান-নাশের হুমকি দেন। ভুক্তভোগী সুজন প্রধান ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতকারী মোঃ কামরুল হাসান রিপনের একজন সমর্থক। ডেমরা সেন্ট্রাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সুজন প্রধান তার লিখিত অভিযোগে উল্লেখ করেন,গত ২১ ডিসেম্বর রাতে তার ব্যাক্তিগত মোবাইলে ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ ফোন করে ডেকে গরুর খামারে নিয়ে গেলে দেখতে পান, সেখানে নেশাগ্রস্ত অবস্থায় কয়েক জনকে নিয়ে জুয়া খেলছেন। কাউন্সিলর সুজন প্রধান কে বলেন,তুই আমার সাথে ছাড়া আউয়াল ও রিপনের সাথে রাজনীতি করতে পারবি না,নৌকা ও ঈগল মার্কার পক্ষে কোন ধরনের ক্যাম্প দিবি না এবং কোন প্রচার প্রচারণা করবি না,যদি তাদের সাথে প্রচার-প্রচারণা ও নির্বাচনী ক্যাম্প করছোস তাহলে তোর বুকে পাড়া দিয়া গলায় ছুরি চালাইয়া তোর মাথা আলাদা করে দিব।এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন কাউন্সিলার সালাউদ্দিন। এবং চাকু বা ছুরি দ্বারা পার দিয়ে ভুঁড়ি বের করে দিব বলেও হুমকি দেয়। এবং সুজন প্রধানের কাছে চাঁদা ও দাবি করে কাউন্সিলর সালাউদ্দিন। চাঁদা না দিলে তার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।ঘটনার পর ডেমরা থানায় এবং রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুজন প্রধান।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ এর সাথে কথা হলে তিনি বলেন, আমি একটা মিটিংয়ে আছি পরে কথা বলব। ঢাকা-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ঈগল প্রতীকের মোঃ কামরুল হাসান (রিপন) দৈনিক সকালের সময় কে বলেন, বিষয়টি আমি অবগত আছি, চেয়েছিলাম তাদের উভয়ের মাঝে আন্ডারস্ট্যান্ডিং করে দিতে, কিন্তু সেই নিজেকে খুব বড় কিছু মনে করে, অতি উৎসাহী হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সে একসঙ্গে দুইটি প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলেও জানতে পেরেছি, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছি, এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে ঢাকার রিটানিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে, ম্যাজিস্ট্রেট যাচ্ছেন,এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, তাদের দুজনকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে ভুক্তভোগী সুজন প্রধানের বাড়ির সামনে কাউন্সিলরের লোকজন দফায় দফায় মহড়া দেওয়ায় তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে বলেও সংবাদ মাধ্যমকে জানায়।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
Link Copied