স্মারকলিপি পেশ
ইছামতি নদী খননের দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাবনা ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী পুনঃখনন ও উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য এ কর্মসূচি পালন করা হয়। সোমবার (৩১ মে ) জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন তারা।
ঘণ্টাব্যাপী চলা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইছামতি নদী উদ্ধার আন্দোলন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ও বাপা। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধার আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, এসএম মাহাবুব আলম প্রমুখ।
বক্তারা বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল শতবছরের ঐতিহ্যবাহী এই ইছামতি নদী পুনঃখননের। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর সরকার ইছামতি নদী পুনরুজ্জীবীত করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই নদীর খনন ও উচ্ছেদকাজের তেমন কোনো অগ্রগতি নেই। এই খননকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করে নদী খনন দেখাতে চাইছে। সরকারের এই উন্নয়ন নদী খননকাজ নিয়মমাফিক না করে নিজেদের ইচ্ছামতো কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থ উত্তোলন করার পাঁয়তারা করছে বলে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেণ বক্তারা।
তারা আরো অভিযোগ করেন, এই কাজের দেখভালের দায়িত্বে থাকা পাবনা পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের নজরদারি করছে না। হাইকোর্টের দেয়া নির্দেশ মোতাবেক আর নদী খননের দরপত্রের নিয়ম অনুযায়ী পরিকল্পনামাফিক নদী খনন করার জন্য প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করেন আন্দোলনকারীরা। এই নদী খননকাজ যদি সঠিক নিয়মে না করা হয় তবে আগামী দিনে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে কর্মসূচিতে অংশগ্রহণ করা নেতাকর্মীরা লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
জেলা প্রশাসক কবীর মাহমুদ এই নদী খননকাজের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে কাজের মান সঠিকভাবে করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আর কাজের মান সঠিকভাবে না করা হলে এ কাজের কোনো অর্থ উত্তোলন করতে দেয়া হবে বলে জানিয়ে দেন।
এমএসএম / জামান
শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার
প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন
মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন
র্যাব-১২ এর অভিযানে তাড়াশে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার