গবেষণার কাজেও এগিয়ে মেডিকেল ফিজিক্স
মেডিকেল ফিজিক্স শুধুমাত্র রোগীর সেবা করার জন্য নয়। এখানে শেখা এবং গবেষণাধর্মী অনেক কাজের সুযোগ আছে এবং বিদেশেও প্রচুর সম্ভাবনা রয়েছে। সেজন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) এর মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর কেআইবির সম্মেলন কক্ষে বাংলাদেশ মেডিকেল ফিজিক্স সোসাইটির (বিএমপিএস) ১১তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমানে অধ্যাপক ড. জাকারিয়া দক্ষিণ এশিয়ান মেডিকেল ফিজিক্স এবং ক্যান্সার গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্বরত আছেন।
তিনি আরও জানান, বাংলাদেশে আমরা এটা ছোট করে শুরু করেছিলাম। তবে এখন এটা একটি বড় সম্প্রদায়। আমাদের পথ সহজ নয়। এখনো অনেক পথ যেতে হবে। মেডিকেল ফিজিক্সে কিছু আন্তর্জাতিক সংস্থা রয়েছে। আমরা কিছু প্রশিক্ষণ সংস্থাও প্রতিষ্ঠা করেছি।
অন্য বক্তারা বলেন, বিএমপিএস প্লাটফর্মের মাধ্যমে আমরা অনেক গবেষণা প্রকাশনা করি। তবে পাশাপাশি আমাদের সার্টিফাইড মেডিকেল ফিজিসিস্টের জন্য ভাবতে হবে। অন্যথায় আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাবো না। তাছাড়া আমাদের পিএইচডি ধারকের সংখ্যা আরও বেশি হওয়া উচিত।
অনুষ্ঠানে বিএমপিএসের সভাপতি ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড. পারভিন আক্তার বানু, কলকাতার এ্যাপোলো হাসপাতালের প্রধান মেডিকেল ফিজিসিস্ট ড. বিপ্লব সরকার, ডেল্টা হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী মঞ্জুর কাদের, যুক্তরাষ্ট্রের মেডিকেল ফিজিসিস্ট আব্দুস সাত্তার খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক জাকারিয়ার 'ব্রিজ বিল্ডার্স' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া ড. আনোয়ারুল ইসলামকে বিএমপিএস বেস্ট পিএইচডি পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, বিএমপিএস মেডিকেল ফিজিক্স শিক্ষা, প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের জন্য একটি পেশাদার সংস্থা। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি একাডেমিক এবং বৈজ্ঞানিক বিভিন্ন সেমিনারের আয়োজন করে আসছে।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ