ছদ্মবেশি আলতা চোরাকারবারিদের ডন সুনামগঞ্জ জেলা জুড়ে রয়েছে যার ব্যবসা
ভারত সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলাজুড়ে রয়েছে বর্ডার এলাকা। বিশেষ করে বড়ছড়া, লাউরেঘর, শারফিন মাজার এলাকা এবং ডলুরা, বনগাঁও, বাঁশতলাসহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রয়েছে রক্ষনা বেক্ষনের জন্য বিজিবি ক্যাম্প। আর এসমস্ত পয়েন্টে পয়েন্টে রয়েছে বিক্ষাত চোরাকারবারি আলতা মিয়ার সিন্ডিকেট বাহিনীর সদস্যরা। কয়েক মাস যাবৎ হঠাৎ করে সুনামগঞ্জ জেলা জুড়ে অবাধে চলছে ভারতীয় চোরাই ব্যবসা।
সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে চোরাকারবারি আলতা মিয়া চৌদ্দবেশে শুরু করেছেন তার সিন্ডিকেট বাহিনী দিয়ে চোরাই ব্যবসা। কে এই আলতা মিয়া ? যিনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন শান্তিপ্রিয় সুনামগঞ্জ জেলায়। যার ক্ষমতার কাছে তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে এ জেলার এমপি, মন্ত্রী, প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ সুশীল সমাজ এবং সাংবাদিক মহল।
এমনটির রূপরেখা ইতি মধ্যে বেসে উঠেছে তথ্য এবং চিত্রে। চোরাকারবারি আলতা মিয়া ইতিমধ্যেই কয়েক মাসে সুনামগঞ্জ জেলা জুড়ে তার ক্যাডার বাহিনী,সিন্ডিকেট বাহিনী এবং চোরাকারবারি তৈরি করে তিনি বনে গেছেন চোরাকারবারিদের ডন।
যার কারনে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় পণ্য সুনামগঞ্জ হতে পরিবহন দিয়ে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। গত ১মাস যাবৎ ভারত সীমান্তবর্তী এলাকায় ঘুরে এবং শতাধিক মানুষের সাথে আলাপ করে জানা যায়। চোরাকারবারি আলতা মিয়া চৌদ্দবেশে ঘাঁটে ঘাঁটে তার সিন্ডিকেট বাহিনী এবং উক্তি বয়সের উগ্রবাদী ছেলেদের হাতে টাকা তুলে দিয়ে তার অসৎ উপায়ের অর্থের লোভে পেলে নিজে চৌদ্দবেশে আড়ালে থেকে অপরাধ মূলক কর্মকান্ড করাচ্ছেন ভদ্র ঘরের ছেলেদের দিয়ে। আর এসব কর্মকাণ্ডের কারণে অনেক ছেলেরা আলতা মিয়ার অর্থের লোভে পড়ে মারামারি হানাহানি এবং ছিনতাই কাজে লিপ্ত হচ্ছে বলেও জানান অনেকেই। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়। তারা বলেন চোরাকারবারি আলতা মিয়া তার চোরাই ব্যবসা সচল রাখতে প্রতিটি বর্ডার এলাকার নদী ঘাটে এবং শহরের একদল উগ্রবাদী ছেলেদের হাতে প্রতিদিন তুলে দিচ্ছেন লক্ষ টাকার বান্ডিল। বিনিময়ে নিরাপদে নিয়ে যাচ্ছেন ভারতীয় গরু,মহিষ,শাড়ি কাপড়, কসমেটিকস, আনার,বিড়িসহ মাদক জাতীয় পণ্য। ইতি মধ্যেই আলতা মিয়ার কাজ করে অনেক ছেলেরা এক একজন অল্প দিনেই হয়ে গেছেন লাখপতি। শহরের অল্প বয়সী ছেলেরা তার চোরাই ব্যবসা সচল রেখে অল্প দিনেই ব্যাপক টাকার মালিক বনেছেন। এক একজন হয়েছেন দামি দামি মটর সাইকেলের মালিক।
যা বছরের পর বছর সুনামগঞ্জ জেলার কোন এমপি মন্ত্রী বা নেতাদের সাথে ঘুরেও কামাতে পারেননি ঐসব ছেলেরা। কিন্তু চোরাকারবারি আলতার সাথে মাসেক খানি কাজ করেই এক একজন কামাচ্ছেন দৈনিক লক্ষ টাকা। তাই চোরাকারবারি আলতা এখন সুনামগঞ্জের ডন। চোরাকারবারি আলতা মিয়ার চোরাই মালামাল নিয়ে যাওয়ার পথে যারাই দেখে ফেলে এবং জেনে যায় তাদের হাতেই টাকার বান্ডিল অথবা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দেওয়া হয়। আলতা মিয়ার আলাদা একটি গুন রয়েছে তিনি যখন যাকে যেখানে ব্যবহার করতে হবে তিনি সেখানেই তাকে টাকার বিনিময়ে ব্যবহার করেন বলে অভিযোগ অনেকের। সে যেই হউক তার টাকার বান্ডিলের কাছে হাড় মানতে হয় এমনকি প্রশাসনের কর্মকর্তারাও । যার ফলে আলতা মিয়ার ভারতীয় চোরাই পণ্যের উপর নজরদারি কিংবা অভিযান এখন পর্যন্ত হয়নি নৌপথে অথবা সড়ক পথে? নৌপুলিশবা কি করেন? পুলিশ প্রশাসনইবা কি করেন? বড় বড় চোরাকারবারিদের ছাড় দিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের উপড় অভিযানের কমতি নেই প্রশাসনের। কোটি টাকার ভারতীয় চোরাই চালান আটক না করে অল্প টাকার ভারতীয় পণ্য চালান আটক করে লোক দেখানো অভিযানে সরকারের রাজস্ব খাতে কতটুকু উন্নয়ন হচ্ছে সেটাও বুঝতে কারো বাকি নেই।
আলতা মিয়ার মত বড় বড় চোরাকারবারিদের প্রতি যদি মাঝে মধ্যে প্রশাসনের কর্মকর্তারা একটু কঠোর হতেন তাহলে সরকারের রাজস্ব খাতে যেমন উন্নতি হত তেমনি ভাবে আলতা বাহিনীর সদস্যরাও অপরাধ কার্যকলাপ থেকে সাবধানতা বজায় রাখত। এছাড়াও আরও জানা যায় চোরাকারবারি আলতা মিয়ার মত বড় বড় চোরাই ব্যবসায়ীদের বিরুদ্ধে যে সকল গনমাধ্যমের কর্মীরা প্রতিবেদন প্রকাশ করবেন তাদের নাকি পড়তে হয় তার মনোনীত অসৎ কিছু কর্মকর্তাদের সাজানো মিথ্যা মামলা অথবা সন্ত্রাসী হামলায়। যার ফলে ভয়ে অনেক গণমাধ্যম কর্মীরা প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকেন বলে জানিয়েছেন একাধিক সাংবাদিকরা। আবার সাংবাদিকরা নিউজ না করলেও সমস্যা? সমাজে লাগামহীন হয়ে উঠে অপরাধ কর্মকাণ্ড।
যা সরকারের ভাবমূর্তির উপরে সমাজকে আঘাত করে। সুতরাং সরকারের অধীনে কর্মরত রক্ষকরা নিজেদের দায়িত্বকে ভুলে না গিয়ে নিজেদের পকেট ভারী না করে মাঝে মধ্যে আলতা মিয়ার মত বড় বড় চোরাকারবারিদের উপর অভিযান পরিচালনা করে সরকারের রাজস্ব খাতের উন্নয়নে কাজ করবেন এমনটি প্রত্যাশা করেন সুশীল সমাজের লোকজন ও স্থানীয় গণমাধ্যম। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঐ সমস্ত ভারতীয় লাগামহীন চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সরকারের ভাবমূর্তিকে অক্ষুণ্য রাখবেন এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে