ঠাকুরগাঁও উন্নয়নমূলক কর্মকান্ডের এলজিইডির অংশীদারিত্ব
ঠাকুরগাঁও জেলা হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট্ট শান্তিপ্রিয় জেলা। দেশের উত্তরাঞ্চলীর উচু জেলা বলে কৃষিপণ্য যেমনঃ গান, পাট, গম, ভুট্টা, চা ইত্যাদির ফলন ভালো হয়। তাই এই জেলা খাদ্যে স্বয়ংসম্পন্ন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঠাকুরগাঁও এর আওতায় পল্লী সড়ক ও কালভার্ট (রক্ষণাবেক্ষণ) মেরামত কর্মী (GOBM), Off-Pavement (LCS), Off-Pavement (RERMP-3), On-Pavement (Mobile Maintenance), বন্যা দুর্যোগে ক্ষতিগ্রন্থ পল্লী সড়ক অবকাঠামো পূর্নবাসন (FDRIDP), রাজস্ব বাজেটের আওতায় সেচ অবকাঠামো মেরামত ও সংস্কার (IWRM), রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (KIIII-2), উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, বৃহত্তর দিনাজপুর জেলা প্রামীণ অবকাঠামো উন্নয়ন (GDDRIDP) শীর্ষক প্রকল্প, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্পসারন, সারাদেশ শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSIID-2), মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনঃনির্মাণ প্রকল্প, মুক্তিযুদ্ধের যাদুঘর নির্মাণ, গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প (VRRP), Programe for Supporting Rural Bridges (SupRB), রুরাল কানেকটিভিটি ইমপ্রঞ্চভমেন্ট প্রশ্নোক্ট (RCIP), দেশব্যাপী গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (CRMIDP), নন-মিউনিসিপাল সার্ভিসেস প্রকল্প (UTMIDP), রংপুর বিভাগ কৃষি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (RADARDP), ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ (SSWRDP-2), অগ্রাধিকার ভিত্তিতে গুরুপ্তপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (IRIDP-3), সারাদেশে পুকুর খাল খনন উন্নয়ন প্রকল্প (IPCP) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলমান আছে।
এই জেলায় কাঁচাপাকা রাস্তা মোট ৫০১২ কিঃমিঃ, যার মধ্যে কাঁচা রাস্তা ৩৪১৭ কিঃমিঃ ও পাকা রাস্তা ১৫৯৫ কিঃমিঃ। চলমান ২০২৩-২০২৪ অর্থবছরে ১০৫ কিমি কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে। এই জেলায় মোট ১০৬০ কিমি রাস্তা রাজস্ব বাজেটে মেরামত করা হয়েছে। চলমান ২০২৩-২০২৪ অর্থবছরে ৪১.৬০ কোটি টাকা ব্যয় পরে। মোট ১৯০ কিমি রাস্তা মেরামতের কাজ চলমান আছে। ঠাকুরগাঁও জেলায় ব্রীজ কালভার্ট নির্মাণের লক্ষমাত্রা ২৫১৭৬ মিটার যার মধ্যে ৫২৭০ মিটার ব্রীজ নির্মাণ করা হয়েছে। চলমান ২০২৩-২০২৪ অর্থবছরে মোট ৪৬৫ মিটার ব্রীজ নির্মাণে পরিকল্পনা রয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়- নির্মাণের লক্ষমাত্রা ৯৯৮ টি। যার মধ্যে ৪৬৮ টি প্রাথমিক বিচ ৩য় নির্মিত হয়েছে। চলমান ২০২৩-২০২৪ অর্থবছরে ৬১ টি বিদ্যালয় নির্মাণ কাজ চলছে। তাছাড়া পিটি আই এব০- ১টি, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ৫টি, এথ সেন্টার ও হাট বাজার ২৩১টি, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ৫টি, মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ ২৪টি, ইউনিয়ন ভূমি অফিস নির্মান ৩৬টি, ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন ৬টি, সামাজিক অবকাঠামো উন্নয়ন কাজ ৭৮ টি, সেচ অবকাঠামো পুনর্বাসন কাজ ১১ টি, নতুন ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ ১৬ টি ও পরিচ্ছন্নকর্মীদের ৭ তলা আবাসিক ভবন নির্মাণ ১টি লক্ষমাত্রা ধরে এলজিইডি, ঠাকুরগাঁও কাজ করে যাচ্ছে।
সকল কাজের গড় অগ্রগতি ৮৪ শতাংশ। ঠাকুরগাঁও শ্লেসার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রায় সর্বমোট ১৮০ কোটি টাকার কাজ চলমান আছে। উক্ত প্রকল্প সমূহের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, সারাদেশ শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ। ও পুন্ননির্মাণ প্রকল্প, মুক্তিযুদ্ধের যাদুঘর নির্মাণ, নন-মিউনিসিপাল সার্ভিসেস প্রকল্প ও সারাদেশে পুকুর খাল খনন উন্নয়ন প্রকল্প এর কাজ ১০০% সমাপ্ত হয়েছে। দেশকে উন্নত ও স্মার্ট' বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে, SDG অর্জনের লক্ষ্যে ও টেকসই উন্নয়নের অন্য বিভিন্ন প্রকসের আওতায় অবকাঠামো নির্মাণে এলজিইডি, ঠাকুরগাঁও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। Off-Pavement (LCS), Off Pavement (RBRMP-3) নামক ২টি প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলায় মোট ৮১৬ জন হতদরিদ্র, গরীব, বিধবা, অবহেলিত, স্বামী পরিত্যক্তা মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। একমাত্র এলজিইডি নারীদেরকে স্বাবলম্বী করার এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছে যা প্রকৃতপক্ষে চরম প্রশংসার দাবিদার। ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তা, ব্রীজ ও কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে চলেছে। এতে করে গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা আরামদায়ক ও দুর্ঘটনা মুক্ত হচ্ছে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী গ্রামের পাকা রাস্তা ব্যবহার করে মানুষকে অতি দ্রুত আইনী সেবা দিতে পেরেছে। এতে আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নত হচ্ছে। সকল মানুষ তাদের পণ্য কম খরচে, সহজে নিকটস্থ বাজারে বাজারজাত করতে সক্ষম হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত "আমার গ্রাম, আমার শহর" প্রকল্প বাস্তবায়নকে লক্ষ করে এলজিইডি, ঠাকুরগাঁও কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি
Link Copied