সদরপুরে জাটকা ধরায় ১২ জেলের জেল-জরিমানা
ফরিদপুরের সদরপুর পদ্মা নদীতে জাটকা ধরার দায়ে ১২ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ২ জেলেকে ১ মাস করে সশ্রম কারাদন্ড এবং বাকি ১০ জেলের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষণা করেন।১ মাস করে দন্ডিত জেলেরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার গৌওরঙ্গ শিকদার (৬২) ও নড়াইল জেলায় নড়াগাতী থানার সুশান্ত বিশ্বাস (৬৮) । যাদের জরিমানা করা হয়েছে তারা হলো সাম বিশ্বাস (৫০) মধু বিশ্বাস (৬০) কালিপদ (৫০) বিদ্যুৎ বিশ্বাস (৩৫) বাবেল বিশ্বাস (৬০) মিজান বিশ্বাস (৩৬) পবিত্র (৪০) চিরঞ্জিত সরকার (২৫) কৃষ্ণ বিশ্বাস (৫০) নিমাই সরকার (৪২)।
রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদরপুর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে অভিযান চালায়। দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার শয়তান খালি ঘাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালনো হয়। এ সময় তিনটি নৌকা, ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী জানান, অভিযানে আটক জেলেদের মধ্যে দুইজন জেলেদের সর্দারকে ১ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ১০ জন জেলেকে ১ হাজার টাকা করে জরামানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকাগুলো স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম