সদরপুরে ২৮৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ৱ্যাব
ফরিদপুরের সদরপুরে ২৮৫ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ৱ্যাব।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৱ্যাব ১০, সিপিসি ৩ এর পেটি অফিসার (নৌবাহিনী) মোঃ রাশেদ সিকদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার আকোটের চর ইউনিয়নের কালিখোলা বাজার ইটের রাস্তা থেকে বজলু শেখ (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ৱ্যাব। গ্রেফতারকৃত বজলু উপজেলার ভাষানচর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ (মোচন হাওলাদার ডাঙ্গী) গ্রামের চুমুরুদ্দি শেখের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত বজলু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ সংগ্রহ করে উক্ত ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সদরপুর থানায় ৩৬ (১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান আইনি প্রক্রিয়া শেষে আজ (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাকে জেল হাজতে প্রেরণ হয়েছে।
এমএসএম / এমএসএম