সীতাকুণ্ডে একরাতে তিন ডাকাতি ঘটনা
মুখে মাক্স পড়া, পরনে হাফ প্যান্ট ওরা পাঁচ জন। আতঙ্কের নাম সীতাকুণ্ডে 'হাফপ্যান্ট' বাহীনি। একের পর এক এলাকায় ডাকাতি করে সর্বত্র লুটে নিচ্ছে পাঁচ সদস্যসের এই ডাকাত দল। মঙ্গলবার(৭ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টা থেকে ৩:৩০ মিনিট মাত্র দেরঘন্টার মধ্যে একে একে তিন বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফেদায়নগর এলাকায়।
চট্রগ্রাম শহরে কর্মরত একুশে টিভির বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের ও একি এলাকার আনিনুল হকের বাড়ি এই ঘটনা ঘটে।
চাকরির সুবাদে চট্রগ্রাম শহরে থাকলেও একা বাড়িতে থাকেন কেয়ারটেকার মো: রফিকুল ইসলাম (৫৫)। অন্যান দিনের মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও হঠাৎ উচ্চ স্বরে ঘুম ভাঙ্গে তার। ঘুম থেকে উঠে শুনতে পান দরজা ভাঙ্গার আওয়াজ। পিছনের দরজা ভেঙ্গে মুহুতেই তাঁর ঘরে প্রবেশ করে হাফপ্যান্ট বাহীনি। কিছু বুঝে উঠার আগেই তাকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে হাত-পা বেঁধে মোবাইল ও তার বেতনের টাকা ছিনিয়ে নেন। ঘরের আলমিরার চাবির জন্য তার উপর নির্যাতন করেন বারবার। একপর্যয়ে ঘরের সব রুমের আলমিরার দরজা ও ফানির্চার ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণঅলংকার কিছু না পেয়ে রফিকুল ইসলাম কে বেঁধে চলে যায়। পরে সকালে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে খবর দিলে সীতাকুণ্ড ওসি কামাল উদ্দীন ঘটনাস্থলে পরিদর্শন করেন। এবিষয়ে সাংবািদক হাসান ফেরদৌস বলেন, সকালে খবর পেয়ে আমি এসে এসব দেখতে পাই। প্রশাসন কে বিষয়টি জানিয়েছি। এটি একটি ডাকাতির ঘটনা। এর বিরুদ্ধে একটি ডাকাতি মামলার প্রকৃয়াধীন ।
এর পর রাত ৩ টার সময় একি ঘটনা ঘটে এলাকার আমিনুল হকের বাড়ির দুই ঘরে । আব্দুল কাশেম (৫০) ঘরে ঘুমাচ্ছিলেন হঠাৎ দরজার শব্দ শুনে উঠে পড়েন । পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বললে, সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ডুকে পড়তেই দেখেন সবাই হাফপ্যান্ট ও মাক্স পড়া । মুহুতেই তাকে ধরে হাত-পা বেঁধে বসিয়ে রাখে। খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে পাশ্ববর্তী বাড়িতে একি কায়দায় ডুকে আইনুল কামাল(২৫) যুবকের চোখে টসলাইট ধরে আইফোন, নগদ টাকা সহ ১ ভরি স্বর্ণ লুট । এরপর ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ এসে পরিদর্শন করেন।
এবিষয়ে ৬ নং ওয়ার্ড মেম্বার মো: মোমিন বলেন, ডাকাতির বিষয়টি আমরা জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোজখবর নিয়েছি। বিষয়টি চেয়ারম্যান ও প্রশাসন কে অবহিত করেছি। ভবিষ্যৎ যেন এমন ঘটনা বা ঘটে এই ব্যপারে সর্তক আছি। পাশাপাশি প্রশাসনেরও আইনশৃঙ্খলার উপর নজর দেওয়া উচিত।
এবিষয়ে সীতাকুণ্ডের মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল উদ্দীন জানান, খবর পেয়ে আমি সরজমিন পরিদর্শন করার পর বিষয়টি আমার কাছে সন্দেহ মনে হয়েছে। একা বাড়িতে কেউ থাকেনা জেনেও কেন ডাকাতি হবে। তদন্ত সাপেক্ষ ঘটনার সত্যতা বের করার চেষ্টা চলছে।
এর আগে, ১ ফেব্রুয়ারি রাত আড়াইটা। সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্বসৈয়দপুর গ্রামের আশু টেন্ডলের বাড়ির বাসিন্দা আন্দুল মান্নানের বাড়িতেও একি কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।
একই ঘটনা ঘটে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর কেদারখীল গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতেও। তবে সেখানে জিনিসপত্র লুট করতে না পেরে বোরহান উদ্দিন ও তার শ্বশুর নুরনবীকে কুপিয়ে জখম করে। গত ২ মাসে ৪টি বাড়িতে ৬ বার ডাকাতির ঘটনা ঘটছে। নিরাপত্তাহীনতায় রাতভর পাহারা দিয়ে রাত কাটাচ্ছেন অনেকে। এবার সেই 'হাফপ্যান্ট' পরা ডাকাতের হানা পড়লো পাশ্ববর্তী ইউনিয়নের তিন ঘরে। এতে দুই এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে কাঁটছে।
এমএসএম / এমএসএম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা
ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক