ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব, যেভাবে শুরু


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ১:৩০

সময়কাল জানুয়ারি, ২০১৬। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রিফাত। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন গবিসাসে কাজ করেন। তখনকার ছোট্ট রিফাত একদিন গবিসাসের সিনিয়রদের জানান, তার সহধর্মিণী এ ক্যাম্পাসে পিঠা উৎসব হয় কি না জানতে চেয়েছে!

তৎকালীন গবিসাস নেতৃবৃন্দ এটা শুনে ক্যাম্পাসে পিঠা উৎসব আয়োজনের উদ্যোগ নেয়। রিফাত সহ গবিসাসের শাহীনুর, পলাশ সহ কয়েকজনের কাধে পড়ে এ দায়িত্ব। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এ আয়োজনে যুক্ত হয়। ১৪ জানুয়ারি পিঠা উৎসবের তারিখ নির্ধারণ করা হয়।

ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে স্টল তৈরী করা হয়। প্রথমবার হলেও কোনো কিছুতে কমতি ছিল না। দর্শনার্থীদের উপচে-পড়া ভিড়ে প্রতিটি স্টল পরিপূর্ণ ছিল। প্রায় ৪০টি স্টলে ভাপা, পোয়া, পাটিসাপটা, ঘর কন্যা, কুটুম, হাতকুলি সহ আরও অনেক নাম না জানা পিঠার সমারোহ ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও বাইরের অতিথিদের অংশগ্রহণে সরগরম হয়ে ওঠে পিঠা উৎসবের পুরো দিন। বিকালে বাউল সঙ্গীতের আয়োজন করা হয়। এভাবে গবিসাসের হাত ধরে গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবের সূচনা হয়। সকলে এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজন সম্পর্কে শাহীনুর জানান, আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে নতুন কিছুর শুরু করতে। আরেক সদস্য পলাশ বলেন, ক্যাম্পাসে এখনো সুন্দরভাবে এ উৎসব হচ্ছে। এটাই স্বার্থকতা। রিফাতের মতে, বউয়ের খোঁচাতে হলেও ক্যাম্পাসে দারুণ একটা উৎসব এখনো চলমান। এমন অনেক ভালো কিছুতে ক্যাম্পাস পরিপূর্ণ হোক।

পরবর্তীতে ছাত্র সংসদের উদ্যোগে ২০১৭ সালের ৩০ জানুয়ারি দ্বিতীয় এবং ২০২০ সালের ২ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা নামের, বাহারি পদের প্রায় ৫০-১০০ রকম পিঠা নিয়ে হাজির হয়। একদিকে পিঠা উৎসব, আরেকপাশে সাংস্কৃতিক পর্বে পুরো ক্যাম্পাসে কোলাহল মুখর পরিবেশ বিরাজ করে।

সর্বশেষ, গত বছরের ১২ জানুয়ারি চতুর্থবার পিঠা উৎসবের আয়োজন করে গবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরিদা আখতার এ উৎসবের উদ্বোধন করেন। ভিন্নধর্মী আয়োজনে প্রতিটি উৎসবই সফল হয়।

এ বছর আগামী ১২ ফেব্রুয়ারি, সোমবার পঞ্চমবারের মতো বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসে চলছে নানান আয়োজন। হরেক রঙের পোস্টার, প্ল্যাকার্ড আর ফেস্টুনে সাজানো হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ। এবার থাকছে মোট ২৭ টি স্টল। নানা ধরনের পিঠার পাশাপাশি থাকবে ডিবেটিং, নাচ, গান, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন