গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব, যেভাবে শুরু
সময়কাল জানুয়ারি, ২০১৬। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রিফাত। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন গবিসাসে কাজ করেন। তখনকার ছোট্ট রিফাত একদিন গবিসাসের সিনিয়রদের জানান, তার সহধর্মিণী এ ক্যাম্পাসে পিঠা উৎসব হয় কি না জানতে চেয়েছে!
তৎকালীন গবিসাস নেতৃবৃন্দ এটা শুনে ক্যাম্পাসে পিঠা উৎসব আয়োজনের উদ্যোগ নেয়। রিফাত সহ গবিসাসের শাহীনুর, পলাশ সহ কয়েকজনের কাধে পড়ে এ দায়িত্ব। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এ আয়োজনে যুক্ত হয়। ১৪ জানুয়ারি পিঠা উৎসবের তারিখ নির্ধারণ করা হয়।
ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে স্টল তৈরী করা হয়। প্রথমবার হলেও কোনো কিছুতে কমতি ছিল না। দর্শনার্থীদের উপচে-পড়া ভিড়ে প্রতিটি স্টল পরিপূর্ণ ছিল। প্রায় ৪০টি স্টলে ভাপা, পোয়া, পাটিসাপটা, ঘর কন্যা, কুটুম, হাতকুলি সহ আরও অনেক নাম না জানা পিঠার সমারোহ ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও বাইরের অতিথিদের অংশগ্রহণে সরগরম হয়ে ওঠে পিঠা উৎসবের পুরো দিন। বিকালে বাউল সঙ্গীতের আয়োজন করা হয়। এভাবে গবিসাসের হাত ধরে গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবের সূচনা হয়। সকলে এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজন সম্পর্কে শাহীনুর জানান, আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে নতুন কিছুর শুরু করতে। আরেক সদস্য পলাশ বলেন, ক্যাম্পাসে এখনো সুন্দরভাবে এ উৎসব হচ্ছে। এটাই স্বার্থকতা। রিফাতের মতে, বউয়ের খোঁচাতে হলেও ক্যাম্পাসে দারুণ একটা উৎসব এখনো চলমান। এমন অনেক ভালো কিছুতে ক্যাম্পাস পরিপূর্ণ হোক।
পরবর্তীতে ছাত্র সংসদের উদ্যোগে ২০১৭ সালের ৩০ জানুয়ারি দ্বিতীয় এবং ২০২০ সালের ২ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা নামের, বাহারি পদের প্রায় ৫০-১০০ রকম পিঠা নিয়ে হাজির হয়। একদিকে পিঠা উৎসব, আরেকপাশে সাংস্কৃতিক পর্বে পুরো ক্যাম্পাসে কোলাহল মুখর পরিবেশ বিরাজ করে।
সর্বশেষ, গত বছরের ১২ জানুয়ারি চতুর্থবার পিঠা উৎসবের আয়োজন করে গবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরিদা আখতার এ উৎসবের উদ্বোধন করেন। ভিন্নধর্মী আয়োজনে প্রতিটি উৎসবই সফল হয়।
এ বছর আগামী ১২ ফেব্রুয়ারি, সোমবার পঞ্চমবারের মতো বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসে চলছে নানান আয়োজন। হরেক রঙের পোস্টার, প্ল্যাকার্ড আর ফেস্টুনে সাজানো হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ। এবার থাকছে মোট ২৭ টি স্টল। নানা ধরনের পিঠার পাশাপাশি থাকবে ডিবেটিং, নাচ, গান, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।
এমএসএম / এমএসএম
জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির
জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই
প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ
জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা
জকসুর ভোটগ্রহণ শুরু
নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা
শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে আহকাবের উদ্যোক্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জকসু নির্বাচন: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা