চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে ফতেয়াবাদ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজার করার সময় সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশু মারা যাওয়ায় ঘটনা ঘটেছে ।
পৌরসভার ৩নং ওয়ার্ড কালাচাঁন ফকির বাড়ি প্রবাসী মোঃ মহিউদ্দিনের স্ত্রীকে ফতেয়াবাদ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজারের সময় নবজাতক শিশুর মৃত্যু হয়।
এতে ক্ষুব্ধ রোগীর পরিবারের সদস্যরা ক্লিনিকের গ্লাস ভাঙচুর করে, পরে সেখানে পুলিশ মোতায়ন করা হয়।
নবজাতকের পিতা মোঃ মহিউদ্দিন বলেন, আমার স্ত্রী সাদিয়া আক্তারের প্রসব বেদনা উঠলে ফতেয়াবাদ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করায়। সে এই ক্লিনিকে নিয়মিত চেকআফ করাতে আসতো। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সিজার করার জন্য গতকাল শুক্রবার সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সে সময় বলা হয়, গর্ভে বাচ্চার কন্ডিশন ভালো না। সাদা কাগজে বং সাইন দিতে হবে। আমি রাজি না হলে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তারা আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে ঢুকায় ফেলে। ১০ মিনিট পর এসে বলে আপনার বাচ্চা মারা গেছে। সিজারের নামে এই নৃশংস ঘটনা কেন করলো? তারা আমার বাচ্চাকে হত্যা করেছে। এরপর হাসপাতাল কতৃপক্ষ, ডাক্তার পালিয়ে যায়।
ফতেয়াবাদ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন, বাচ্চাটির মা আমাদের ক্লিনিকে ভর্তি আছেন। উনার যাবতীয় চিকিৎসা ব্যয় আমরা বহন করব।ঘটনার সময় যারা ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসবাদ করব।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মুঠো ফোনে বলেন,নবজাতকের মৃত্যুর ঘটনা আমি শুনেছি। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স কমকর্তা নিকট জানতে পেরেছি,তদন্ত কমিটি গঠন হয়েছে।তদন্তের পর আমাদেরকে অবহিত করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা মুঠো ফোনে বলেন, সিজারের সময় একটি বাচ্চা মারা যাওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ নিয়ে আমাদের ৪ সদস্য তদন্ত টিম ক্লিনিক পরিদর্শন করেছি। এ বিষয়ে কর্তৃপক্ষকে নিকট লিখিত ভাবে জবাব দেওয়ার জন্য বলেছি। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, এবিষয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাকে বাচ্চাটা কি কারণে মারা গেছে দ্রুত সময়ে সেটা তদন্ত রিপোর্ট দিতে বলেছি।
এমএসএম / এমএসএম

হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার

ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ না ছাড়লে বিবস্ত্র করার হুমকি: শাহনাজ বেগমের সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মানে শাহ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন

বড়লেখায় বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময়ে বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার-১

পূর্বধলার ইউএনও রেজওয়ানা কবিরের বদলি

মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কেমিক্যাল-রঙ দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরিকে জরিমানা

মাগুরায় জুলাইয়ের ১০ শহীদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মাদকের আখড়া, রেলসম্পদ চুরি ও নিরাপত্তা ঝুঁকিতে

জয়পুরহাটে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামার ভূমিকা শীর্ষক " আলোচনা সভা ও দোয়া

পঞ্চগড়ে কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ, পানিবন্ধি ৬৩ পরিবার

আলফাডাঙ্গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন
