মাতা শ্বেতবর্ণার আগমনে সকল বিদ্যার্থীর শুভ্রসত্ত্বা জাগ্রত হোক
স্বীয় সত্ত্বার টানে এক অদ্ভূত মেলবন্ধনের নামই ধর্মীয় উৎসব। সরস্বতী পূজা সনাতনী বিদ্যার্থীর অন্যতম প্রাণের উৎসব। সরস্বতী পূজা নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মের শিক্ষার্থীরা কি ভাবছেন তা তুলে ধরেছেন মো. জনি শিকদার।
"জ্ঞানার্জনের সকল পন্থা উদ্ভাসিত হোক মায়ের শুভ্রতায়"
পৌষের শুরু হতেই মায়ের আগমনীর প্রহর গোনা শুরু হয়ে যায়। গাছে গাছে কূল কিন্তু মায়ের প্রতি ভালবাসার নিদর্শনে এক সংযমও কাজ করতে থাকে মনের মধ্যে। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে বিদ্যার দেবী মাতা সরস্বতীর পূঁজা করা হয়। ধ্যানমন্ত্রে বর্ণিত প্রতিমাকল্পটিতে দেবী সরস্বতী শ্বেতবর্ণা, শ্বেতপদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা ও বীণাপুস্তকধারিণী । মায়ের দ্বিভুজা মূর্তীতে এক হাতে পুস্তক ও অন্য হাতে বীণা থাকে। জ্ঞানার্জনের সকল পন্থা উদ্ভাসিত হোক মায়ের শুভ্রতায়, পরিপূর্ণ হোক বিদ্যার্থীর অব্যর্থ চেষ্টা - এই প্রত্যাশায়ই অধীর অপেক্ষায় থাকে মায়ের সন্তানরা।
অন্তরা বালা
৩য় বর্ষ
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ
"শিক্ষার্থীরা জ্ঞানী হওয়ার জন্য মায়ের প্রার্থনা করেন"
বসন্তের আগমনে ফুটে ওঠে প্রকৃতির প্রতিটি কণা। জ্ঞান ও শিল্পের দেবী মা সরস্বতীর। শিক্ষার্থীরা মা সরস্বতীকে পূজা করেন জ্ঞানী হওয়ার জন্য। কবি, লেখক, গায়ক, যন্ত্রশিল্পী, নাট্যকার, নৃত্যশিল্পী প্রত্যেকেই তাদের যন্ত্রের আরাধনা মা সরস্বতীর পূজা দিয়ে দিন শুরু করেন।
নিউটন গাইন
৫ম বর্ষ
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
"বীণাপাণি সরস্বতী"
বীণাপানির অর্থ হলো মা সরস্বতীর হাতের বাদ্যযন্ত্র। বীণার সুর অত্যন্ত মধুর। তাই বিদ্যার্থীদেরও মুখ নিঃসৃত বাক্যও যেন মধুর ও সঙ্গীতময় হয়, সেই কারণেই মায়ের হাতে বীণা। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। মা সরস্বতী বিদ্যার এবং জ্ঞানের দেবী হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে এ পূজার আয়োজন করে থাকে।
নাম: পূর্ণিমা সরকার
৩য় বর্ষ
মাইক্রোবায়োলজি বিভাগ।
"সরস্বতী পূজা একটি সার্বজনীন উৎসব"
শীত বিদায়ের সাথে নববসন্তের হিমেল বাতাসে ভেসে আসলো বহুল প্রতিক্ষিত জ্ঞানময়ীর আগমন। প্রতিটি বছর বিদ্যার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে বিদ্যাময়ী মা সরস্বতীর পূজার জন্য। শিক্ষাঅঙ্গনে সরস্বতী পূজা একটি সার্বজনীন উৎসব। প্রতিমা তৈরী, পূজামণ্ডপ তৈরী করা, আলপনা দেয়া, আরতি, অঞ্জলি এসব প্রস্তুতির মাধ্যমে অবশেষে একহাতে পুস্তক, অন্যহাতে বীনা নিয়ে মায়ের আগমন ঘটে। ছোটবেলা থেকেই এই দিনটি নিয়ে আমার অনেক আগ্রহ। সময়ের পরিক্রমায় জীবনচক্র বদলে গেছে। বাস্তবতা উপলব্ধি করে বিদ্যা অন্বেষণ করে একজন সঠিক মানুষ হয়ে গড়ে ওঠাই আসল উদ্দেশ্য।
উজ্জ্বল হাওলাদার
১ম বর্ষ
পদার্থবিজ্ঞান বিভাগ।
“সকলের জীবন ভরে উঠুক বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে”
বাংলা সাহিত্যে বানী আর্চনা একটি অপূর্ব অংশ। এটি মানুষের মনোভাব, বিচার, ধারণা এবং সমাজের পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে প্রকাশ করার একটি মাধ্যম।বানী আর্চনার মাধ্যমে সাহিত্যিকরা তাদের ভাবনা এবং কল্পনা ব্যক্ত করে এবং পাঠকদের মনে আলোকিত করে।শীতের আমেজ নিয়ে আসে মাঘ, মা আসেন বিদ্যের আলো নিয়ে। সকলের জীবন ভরে উঠুক বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে। মা সরস্বতী বিদ্যার দেবী, তার আশীর্বাদ যেন সারা জীবন বর্ষিত হয়। মা আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা করি। মায়ের বীণার সুরে অন্তহীন আনন্দ, ব্রহ্মাণ্ডের মাঝে বাজান আনন্দ তান, বিদ্যাদাত্রীর আলোয় দূর হোক মনের অন্ধকার।
সীমান্তা সরকার
৪র্থ বর্ষ
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
''বাগদেবীর আরাধনা বাঙালির প্রাণবন্ত''
কথায় বলা হয় ,’বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ’ আর তার মধ্যে যেমন রয়েছে নানা প্রকার লোকাচার, মেলা ঠিক তেমনি রয়েছে বিভিন্ন ধরনের পূজা । বিদ্যা বা জ্ঞানের দেবীরূপে দেবী সরস্বতীর আরাধনা হিন্দু গৃহস্থের প্রায় প্রত্যেকটি বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে। বাগদেবীর আরাধনায় বাঙালি সংস্কৃতি অত্যন্ত সক্রিয় এবং প্রাণবন্ত। শীতের সকাল শিশির ঘাসে সূর্য কিরণ লাগে বিদ্যা বুদ্ধি জ্ঞানের বর মাগো চাই তোমার কাছে। হাতেতে কোন কার্ড ছাড়া বন্ধু দিলাম তোমায় নিমন্ত্রণ তুমি পূজোয় এসো বন্ধু রেখো তোমার আমন্ত্রণ।
সঞ্জয় পাল
২য় বর্ষ
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এমএসএম / এমএসএম
জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির
জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই
প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ
জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা
জকসুর ভোটগ্রহণ শুরু
নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা
শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে আহকাবের উদ্যোক্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জকসু নির্বাচন: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা