ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শিবচর থেকে স্বাচ্ছন্দে ট্রেনে ঢাকা যাচ্ছে যাত্রিরা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ৪:৯

পদ্মাসেতুতে ট্রেন চালু হওয়ার পর দিন দিন শিবচর থেকে ঢাকাগামী যাত্রীদের ট্রেনে যাতায়াত বাড়ছে। জেলার শিবচর এবং পদ্মা স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের অনেক সময়ই টিকিট থাকে না। আসন তুলনায় যাত্রী সংখ্যা বেশি থাকে বলে জানা গেছে। আরামদায়ক ভ্রমন এবং যানজট এড়িয়ে নির্বিঘ্নে ঢাকা পৌছানো যায়। মূলত এসব কারণেই দিন দিন যাত্রীদের সংখ্যা বাড়ছে।

যাত্রীদের সাথে আলাপ করে জানা গেছে,খুব বেশি তাড়াহুড়া না থাকলে শিবচর থেকে ঢাকা যাওয়ার ক্ষেত্রে ইদানিং ট্রেনেই যাতায়াত করেন এই এলাকার মানুষ। আবার ঢাকা থেকে ফেরার ক্ষেত্রেও ট্রেনকে বেছে নিয়েছেন শিবচর ও আশেপাশের এলাকার যাত্রীরা।

অপর যাত্রী সুমাইয়া আক্তার নামের এক নারী বলেন,'বাসের চেয়ে ট্রেনে যাতায়াত সহজ এবং ঝামেলা মুক্ত। বাচ্চাদের নিয়ে সহজেই যাতায়াত করা যায় ট্রেনে। এজন্য ঢাকা যাওয়া-আসার ক্ষেত্রে এখন ট্রেনেই চড়ি। বাসে খুব একটা যাওয়া হয় না।'

পদ্মা স্টেশনে আসা ঢাকাগামী যাত্রীরা বলেন,'ট্রেন চালুর পর শিবচরের যাত্রীদের বড় একটি অংশ এখন ট্রেনে ঢাকা যাওয়া-আসা করে। বিশেষ করে পরিবারের বয়স্ক লোকজন, নারী-শিশু নিয়ে বেশির ভাগ যাত্রীরা ট্রেনে চলাচল করে থাকে। অনেক সময় টিকিট পাওয়া যায় না। যাত্রীদের চাপ বাড়ছেই। তাছাড়া ভাড়ী মালামাল বহনের ক্ষেত্রে ট্রেনে সহজেই আনা-নেয়া করা যায়। সাধারণ যাত্রীদের পাশাপাশি এই এলাকার ব্যবসায়ীদের জন্য ট্রেন যাতায়াতকে সহজ করে দিয়েছে।'

পদ্মা স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮ টা ৪৪ মিনিটে নকশীকাঁথা কমিউটার এবং দুপুর ১২ টা ৫৬ মিনিটে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন শিবচরের পদ্মা স্টেশন থেকে ছেড়ে যায়। বৃহস্পতিবার আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস চলাচল বন্ধ থাকে। শিবচর স্টেশন এবং পদ্মা স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে ট্রেনে চড়ে থাকে। প্রতিদিনই ঢাকাগামী যাত্রীর সংখ্যা বাড়ছে ট্রেনে। শিবচর ও আশেপাশের যাত্রীরাই এই স্টেশন থেকে ঢাকা যাতায়াত করেন।

পদ্মা স্টেশনের পয়েন্ট অপারেটর মোঃ টুটুল বলেন, পদ্মা স্টেশন থেকে আমরা অনেক সময়ই যাত্রীদের আসন দিতে পারি না। যাত্রীদের চাপ সব সময়ই বেশি থাকে।'

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই

রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়

যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার

সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নেত্রকোনায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ