ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-২-২০২৪ রাত ১০:১৫

ঠাকুরগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের শুভাগমনে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে পৌর শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশের স্বনামধন্য উন্নয়ন সংখ্যা ইএসডিও’র আয়োজনে সুধী সমাবেশে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পিকেএসএফ’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, আইএসও’র কনসালটেন্ট রাকিবুল রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র চেয়ারম্যানের সহধর্মীনী সাবেরা সুলতানা, পিকেএসএফ’র সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মো: রফিকুল ইসলাম, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা রুপ কুমার গুহ ঠাকুরতা, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো: খালিকুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ইএসডিও’র নির্বাহী পরিষদের সভাপতি মো: সফিকুল ইসলাম, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ও ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, তার সহধর্মীনীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় ও উত্তরীয় পরিয়ে দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ও তার সহধর্মীনী। ঠাকুরগাঁওয়ে আইএসও’র সনদপ্রাপ্ত ব্যবসায়িদের সম্মাননা ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ইকো-প্রাণি সেবার খামারিদের জন্য স্মার্ট কার্ড আনবক্সিং করেন অতিথিরা। শেষে ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।   

এমএসএম / এমএসএম

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট