ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জ কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন স্থগিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-২-২০২৪ বিকাল ৫:৩২

মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার গর্ভনিং বডি নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারী নির্বাচনের দিন সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে এই নির্বাচন স্থগিত করা হয়। 

বিষয়টি স্বীকার করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার জানান, অনিবার্য কারনবশতঃ মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তফশিল ঘোষনা করা হবে।

উল্লেখ্য, নির্বাচনের আগের দিন সন্ধ্যায় মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার গর্ভনিং বডি নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন করেন।
এ সময় নির্বাচনে বিধি বর্হিভূত ভোটার তালিকা প্রণয়ন ও ঠিকানাবিহীন ভোটার করায় পাতানো নির্বাচনের অভিযোগ তুলে প্রার্থীরা নির্বাচন বর্জন ও পুনঃরায় তফসিল ঘোষণার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে অভিভাবক প্রার্থী শামসুল হক বলেন, গত ২৪ জানুয়ারি অধ্যক্ষ আতিকুর রহমান অভিভাবক সদস্য পদে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এতে ৯ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। কিন্তু অধ্যক্ষ নিয়ম বর্হিভূতভাবে ভোটার তালিকা প্রণয়ন করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) নীতিমালা ৫.৩ এর খ অনুযায়ী শুধুমাত্র ১ম শ্রেণি থেকে ১৭টি শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকরাই ভোটার হতে পারবেন। কিন্তু  অধ্যক্ষ নিয়মের বাইরে গিয়ে প্লে শ্রেণিতে ৪০ জন অভিভাবক ভোটার এবং ডিগ্রি পাস কোর্সে ৪৮ জন অভিভাবক ভোটার করেন। এছাড়া ৭ম শ্রেণিতে ৩৩ জন শিক্ষার্থী থাকলেও অভিভাবক ভোটার করেছেন ১০০ জন। যাতে মোট ভোটার সংখ্যার ৯১৫ জনের মধ্যে ১৫৫ জন অবৈধ ভোটার করা হয়েছে।

অপর দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২১০তম সিন্ডিকেট সভায় অনুমোদিত নীতিমালার ৭.৪ এর (ঙ) ধারা মোতাবেক অভিভাবক ভোটার তালিকা প্রণয়নের বিধান রয়েছে প্রত্যেক ভোটারের নাম ও ঠিকানা থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে ভোটার তালিকায় শুধুমাত্র নাম ও ঠিকানার স্থানে মানিকগঞ্জ লেখা হয়েছে। তাদের অভিযোগ অধ্যক্ষ একটি পাতানো নির্বাচনের আয়োজন করেছেন। তাই ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন এই নির্বাচন বর্জন  ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে পুনঃতফসিল ঘোষণার দাবি করেন তারা।

এমএসএম / এমএসএম

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ

নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান

চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ

মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন