বাঁশখালীতে জাতীয় শোক দিবস পালিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে রয়েছে- জাতির জনকের প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল।
রোববার (১৫ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর স্বাগত বক্তব্য ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার অফিসার ইনজার্চ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, মুক্তিযোদ্ধা আহমদ ছফা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, মুক্তিযোদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মাটি ও মানুষকে নিয়ে সোনার বাংলা গড়ার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে সব ধূলিসাৎ করে দিলেও জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আজ আধুনিক ও স্বনির্ভনর দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তা বাস্তবায়নও করেন। এক সময় ডিজিটাল বাংলাদেশ বললে সবাই হাসত, এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে এ দেশকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
