সীতাকুণ্ডে থানার সামনের দিন দুপুরে চুরি, আটক হয়নি কেউ
হঠাৎ করেই দোকানে ঢুকে পড়েন বিভিন্ন বয়সের ৬ জন ব্যক্তি। একইসাথে ৬ জনই ৬ ধরণের পণ্যের ফরমায়েশ দেন বিক্রেতা ওমর ফারুককে। তাদের চাওয়া পণ্য নামাতে আসন থেকে ওঠে আলমিরার কাছে যান তিনি। এরপর হঠাৎই বাহানা দিয়ে কোন কিছু ক্রয় না করেই সরে পড়েন ৪ জন। বাকি ২ জন মাত্র ২০০ টাকার তেল ও চিনি ক্রয় করে দোকান ছাড়েন। দোকানে অবস্থানকালে দোকানিকে বারবার আসন থেকে ওঠতে পণ্যের মেয়াদ, পরিমাণ, মূল্যসহ নানা বিষয়ে সম্পর্কে অবান্তর প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন ক্রেতা বেশে আসা ওই ব্যক্তিরা। ঘটনাটি কিছুটা অবাক করলেও ওমর ফারুক তেমন কিছু মনে আনেননি। পরে ক্যাশ বাক্স খুলে দেখেন কিছুক্ষণ আগে রাখা নগদ ৫ লাখ টাকা ও ১ লাখ ৭৪ হাজার টাকার উত্তরা ব্যাংকের চেকটি নেই। সাথে সাথে তিনি বিষয়টি তার ভাই দোকানের অপর মালিক মো. মহিউদ্দিনকে জানান। এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে অস্থির হয়ে বাজারের এপ্রান্ত হয়ে ওই প্রান্ত ঘুরে বেড়ান মহিউদ্দিন।
গত ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২৫ মিনিটের মধ্যে সীতাকুণ্ড পৌরসদর বাজারের থানার সামনের সিরাত এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন ব্যবসায়ী মহিউদ্দিন। ওই দিনই ঘটনাটি তিনি পুলিশকে জানিয়েছেন। অথচ ৬ দিনেও থানার সামনে ঘটে যাওয়া এই ঘটনার কোন কূলকিনারা করতে পারেনি পুলিশ। এমনকি কাউকে সনাক্ত করা দূরে থাক ঘটনাটি অভিযোগ বা জিডি আকারে জমা দিতেও ভুক্তভোগী ব্যবসায়ীকে পরামর্শশ দেওয়া হয়নি। যদিও মহিউদ্দিন জানিয়েছেন তার দোকানের সন্দেহভাজন কর্মচারী মো. রিপনকে ২০ ফেব্রুয়ারি রাতে থানা হেফাজতে নেয় থানা পুলিশ এবং পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি রাতে ছেড়ে দেওযা হয়।
তবে এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন সকালের সময় কে বলেন, আমরা মনে করছি এ ঘটনায় তার নিজের ভাই ও দোকানের কর্মচারী জড়িত। কিন্তু তিনি তার ভাইকে আটক করতেও দিচ্ছেনা এবং জিজ্ঞাসাবাদও করতে দিচ্ছেনা। তাহলে আমরা চুরি হওয়া টাকা কিভাবে উদ্ধার করবো!
তবে ভূক্তভূগি মহিউদ্দিনের দাবি পুলিশ থানায় অভিযোগ করার পরও এখনো প্রকৃত আসামি ও জড়িতদের ধরতে ব্যার্থ হয়েছে । পুলিশ নিজেদের ব্যার্থতা ডাকতে আমার ভাইকে চোর বানিয়েছে। আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার ভাই কেন টাকা চুরি করবে! গত ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৫ মিনিটে তার দোকানে প্রথমে ২ জন পরে ২ জন এরপর আরও ২ জনসহ মোট ৬ জন ব্যক্তি প্রবেশ করেন। এরপর তারা ক্রেতা সেজে তার ভাইকে তেল, বিস্কুট, চিনি দিতে বলেন। এভাবে তারা তাকে ব্যস্ত রাখেন। ওইসময় তিনি দোকানে ছিলেন না এবং দোকানের কর্মমচারী মো. রিপনকে স্থানীয় একটি হোটেলে পাঠিয়েছিলেন। ফলে তার ভাই ওমর ফারুক একসাথে ৬জন ক্রেতাকে সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। পরে তারা সামান্য টাকার জিনিস ক্রয় ৫ লাখ টাকা ও একটি চেক নিয়ে যায় দোকানের ক্যাশবাক্স থেকে। তিনি আরও বলেন, ৫’শ টাকার ৬টি বান্ডেল ও ১ হাজার টাকার ২টি বান্ডেল নিয়ে যায় তারা। আর উত্তরা ব্যাংকের একটি চেক নিয়ে যায় যাতে ১ লাখ ৭৪ টাকা লেখা ছিল। যদিও তিনি পরে চেকটি ব্যাংকে গিয়ে স্থগিত করেন।
তার ভাই ওমর ফারুক বলেন, ক্রেতা সেজে টাকাগুলো তারা নিয়ে যায়। ধারণা করছি যে আমাদের দোকানের কর্মচারী জড়িত রয়েছে। নয়তো টাকা ক্যাশবাক্সে রাখা আছে তা তারা কিভাবে জানল। এছাড়াও চুরির ঘটনার কিছুটা আগে তাকে বাইরে পাঠানো হয়েছে স্বল্প সময়ের জন্য। অথচ সে দেরি করে ফিরেছে এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সে সহজ পথ ব্যবহার না করে অন্য পথে আসছে।
সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন জানান , ঘটনাটির বিষয়ে থানার সাথে ও ওই ব্যবসায়ীর সাথে কথা বলে দেখব কি করা যায়। দিন দুপুরে এ ধরণের ঘটনা খুবই দু:খজনক।
এমএসএম / এমএসএম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা
ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক