ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাড্ডায় জোড়া অস্ত্র, গুলি উদ্ধার ও আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের সদস্য গ্রেপ্তার


মোস্তাফিজুর রহমান  photo মোস্তাফিজুর রহমান
প্রকাশিত: ২৭-২-২০২৪ রাত ১০:৪৩

গত ১৮ ই ফেব্রুয়ারি আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের অনুসারী আমজাদ হোসেন সোহেল ওরফে চাক্কু সোহেল সহ তিনজন, দস্যুতার চেষ্টা কালে চার রাউন্ড গুলি সহ তাদের গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা হয় একটি দসূ্্যতার চেষ্টা মামলা ও একটি অস্ত্র আইনের মামলা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম ভূঁইয়া, আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন, রিমান্ডে আনার পর তদন্তকারী কর্মকর্তা তাদের ব্যাপক জিজ্ঞাসা বাদ করেন এবং চাক্কু সোহেলের মোবাইলে একটি অস্ত্রের ছবি দেখতে পান, এই ছবিটিকে কেন্দ্র করে তার তদন্ত রূপনােয় অস্ত্র উদ্ধারে অভিযানে। ছবিতে দেখা যায় একটি বিদেশি রিবলবার একটি হাতে ধরা অবস্থায় একটি লাল বিছানার চাদরের উপরে। ইতোমধ্যে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেন, কিন্তু বিছানার চাদরের উপরে থাকা রিভলবারের ছবি তদন্তকারী কর্মকর্তার মাথায় ঘুরতে থাকে, পরবর্তীতে চাক্কু সোহেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে জানায় যে, উক্ত রিভলবার পিস্তলটি জনৈক মোহাম্মদ রহিমের নিকট রয়েছে যিনি আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবুল বাশার বাদশার একনিষ্ঠ সহযোগী, আবুল বাশার বাদশা বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি। রাজনৈতিক পরিচয় এর আড়ালে বাদশা এই সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে, আর এই রহিম হচ্ছে বাদশার অস্ত্রের রক্ষণাবেক্ষণকারী, পুলিশ ও নাছোড়বান্দা। সরকারি পুলিশ কমিশনার বাড্ডা জোন, জনাব রাজন কুমার বলেন, বাড্ডায় আন্ডার ওয়ার্ল্ড এর সন্ত্রাসীদের আধিপত্য গুঁড়িয়ে দিতে যা যা করা লাগবে পুলিশ তাই করবে, বাড্ডা থানার অফিসার ইনচার্জ সহ ঊর্ধ্বতন অফিসারদের দিকনির্দেশনায়, তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম ভূঁইয়া সঙ্গীয় এসআই শাহ আলম খলিফা সহ এএসআই মোহাম্মদ রুহুল আমিন সহ প্রতিনিয়ত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে থাকেন। এক পর্যায়ে, চাক্কু সোহেলের তথ্যের ভিত্তিতে, এবং ছবির অস্ত্রটির বিছানার চাদরের সূত্র ধরে বহু প্রতীক্ষিত বিদেশি রিবোলবার টি চার রাউন্ড গুলি সহ উদ্ধার করা সম্ভব হয়। বিভিন্ন সূত্রে জানা যায় যে, আন্ডার ওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী জিসান গ্রুপ, মেহেদী বা কলিন্স গ্রুপ, বহুল আলোচিত মিল্কি হত্যা মামলার আসামি চঞ্চল গ্রুপ, ডালিম রবিন গ্রুপ সহ আন্ডার ওয়ার্ল্ডের বহু গ্রুপ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অস্ত্র কেনাবেচা সহ নানান ধরনের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত, জিসান গ্রুপের অনুসারী সহ চারজন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বাড্ডা থানা কতৃক অস্ত্রগুলি সহ ধৃত হওয়ায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে। একাধিক সূত্রে জানা যায় যে, পূর্বের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এরকম অনেক সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিরা পুলিশের ভয়ে বাড্ডা থানা এলাকার ছেড়ে পালিয়ে গিয়েছে। চলমান পুলিশ সপ্তাহ এরমধ্যে বাড্ডা থানার এরূপ সাফল্য সত্যিই প্রশংসার দাবিদার।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা