পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পুলিশ বিভাগের সর্বোচ্চ সন্মানীয় (বিপিএম-সেবা) পদকে ভূষিত
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (পিপিএম) পুলিশ বিভাগের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদকে ভূষিত করলেন মাননীয় প্রধানমন্ত্রী। স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন করেন।
পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ৪০০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক দেওয়া হয়েছে।মোঃ আসাদুজ্জামান এর পিতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হামিদুজ্জামান সরকার এর সাহস ও প্রতিশ্রুতিশীল চরিত্রকে হৃদয়ে ধারণ করে এবং মাতা সামসুন নাহার এর অপরিসীম ত্যাগ ও অনুপ্রেরণায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে এম এস সি সম্পন্ন করে জীবনের পাথেয় হিসেবে বেছে নেন পুলিশ পেশাকে।রংপুরের মিঠাপুকুর থানার এই কৃতিসন্তান ২৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ৩রা সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি , সারদা থেকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর ঠাকুরগাঁওয়ে শিক্ষানবীশকাল সম্পন্ন করে কিশোরগঞ্জ জেলার অস্টগ্রাম সার্কেল ও নেত্রকোনা জেলার সদর সার্কেলে এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন । এরপর দেশের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু মতিঝিলে যথাক্রমে এসি ও এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন৷ তারপর তিনি ডিসি- ডিবি পূর্ব, ডিসি -ডিবি মতিঝিল ও ডিসি মতিঝিল এবং রাজধানী আধুনিক ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র গুলশানের ডিসি হিসেবে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন৷ ।বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই কর্মকর্তা কর্মজীবনে তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে যথাক্রমে ২০১৪ ও ২০১৯ সালে পিপিএম (বার) পদকে ভূষিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পদক গ্রহণ করেন৷ তিনি সুদানের দারফুর মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছেন; ভূষিত হয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষা পদকে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে মালদ্বীপ ভ্রমণ করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশ ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, তুরস্ক ও ফ্রান্স ভ্রমণ করেছেন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কণ্যা ও পুত্র সন্তানের জনক।
দেশের সবচেয়ে জনবহুল ও প্রাচীন ঐতিহ্যবাহী জেলা ঢাকার সম্মানিত পুলিশ সুপার হিসেবে ২০২২ সালের ২৩ আগস্ট যোগদান করেন অত্যন্ত দক্ষ ও চৌকস কর্মকর্তা জনাব মো: আসাদুজ্জামান পিপিএম- বার। কর্মজীবনে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী ও আধুনিক নাগরিকদের নিরাপত্তায় দায়িত্ব পালনের ফলে সঞ্চিত অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের সমন্বয়ে বর্তমান দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঢাকা জেলার নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশকে পুলিশের সবচেয়ে স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তুলতে আত্মপ্রত্যয়ী তিনি।
সাহসী এই পুলিশ কর্মকর্তার নেতৃত্ব গুণে পরিবর্তিত পুলিশ সদস্যরা নিজ দায়িত্ব পালনের সক্ষমতার উন্নয়নের মাধ্যমে গুরত্বপূর্ণ, চাঞ্চল্যকর ও ক্লুলেস অভিনব অপরাধসমূহের রহস্য উদঘাটন করেছে৷ডাকাতি, দস্যুতা,নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সফলতার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে হামদাদ,তাবাসসুমের মত অপহৃত শিশুরা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশের পুলিশকে চ্যালেঞ্জিং সময়ে দায়িত্বপালনে সক্ষম করতে স্মার্ট প্রযুক্তি ব্যবহার ও নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধ সনাক্তকরণের ব্যবস্থা করে স্মার্ট পুলিশিং প্রবর্তণ করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড
মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন
তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল
তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক