ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

খালিয়াজুরী হাসপাতাল,খাবার পায় না রোগীরা, সিন্ডিকেটের দৌরাত্ম বৃদ্ধি


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ৪:২৬

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিন্ডিকেটের দৌরাত্ব বৃদ্ধির কারণে নানান রকম অনিয়মে চলছে হাসপাতালটি। দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেট কর্মকান্ডে নাই কোন প্রতিকার। হাওরাঞ্চলের অসহায় মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র স্থান এই হাসপাতালটি। কিন্তু হাসপাতালে আসলে অনেক ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা রোগীদের। দেওয়া হয়না ঠিকমত খাবার ও নাস্তা। হাসপাতাল কর্তৃপক্ষকে ভোক্তভোগীরা বারবার মৌখিক অভিযোগ করলেও মিলছেনা কোন প্রতিকার। একটি সিন্ডিকেট মহলের কাছে জিম্মি হয়ে আছে হাসপাতালটি। বার বার ফোন করেও সিভিল সার্জনের সাথে যায় না কথা বলা। 

 নেত্রকোণার প্রত্যন্ত অঞ্চল খালিয়াজুরী উপজেলা। ্এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৮০ হাজার। জেলা সদর থেকে ৬০ কিলোমিটার  দূরত্বে থাকায় প্রত্যন্ত অঞ্চল হওয়ায় স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা এই হাসপাতালটি। ১৯৯৯ সালে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু হয় এই হাসপাতালটি। বর্তমানে ৫০ শয্যায় উন্নিত করা হলেও চিকিৎসা ও হাসপাতালের খাবারের মানের নেই কোন উন্নতি।

সেবার মানের পাশাপাশি খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে অনেক দিন যাবত সেবা নিতে আসা রোগীদের। প্রতিদিনের খাবারের তালিকায় রুই, কাতল মাছ থাকার কথা থাকলেও দেওয়া হয় পাঙ্গাস মাছ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষসহ  উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর বারবার অবহিত করার পরও মিলছেনা কোন প্রতিকার । এমনই অভিযোগ সেবা নিতে আসা রোগীদের । স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা। না পাচ্ছে ভাল মানের সেবা ও খাবার। 

হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ আঁখি বলেন, ২ মার্চ শনিবার হাসপাতালটিতে রোগী ভর্তি রেজিষ্টারে ১৮ জন থাকলেও হাসপাতাল বেডে ভর্তি রোগী ছিল ১১ জন। ভর্তি রোগীদের মধ্যে আদাউড়া গ্রামের নিরঞ্জন সরকার,খালিয়াজুরী সদরের কালাচান, সজল মিয়া ও ওবাইদুল হক রনব জানান ১১ জন রোগীর মধ্যে দুপুরে ৩ জন ও রাতে ৫ জন খাবার পাইনি এবং খাবারের মান খুবই খারাপ। যে পরিমান ভাত দেওয়া হয় তা একজনের লোকের হয় না। হাফ প্লেট ভাত দেওয়া হয় এবং তরকারী খুবই নিম্নমানের। দুপুরে যা রান্না করা হয় তা-ই দেওয়া হয় রাতের বেলায়। ডাল দুপুরের রান্না করায় তা থেকে গন্ধ বের হওয়ায় খাওয়া যায়নি রাতের বেলায় । 

 খাবার না পাওয়ায় নিরঞ্জন সরকার ওয়ার্ড ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি ( ইনচার্জ) বলেন, বিষটি আমি দেখছি। ভর্তিকৃত রোগী নিরঞ্জন সরকার প্রতিবেদকের কাছে সাক্ষাতকার দেওয়ায় সময় হাসপাতালের টেলিমেডিসিন এ কর্মরত মোঃ রায়হান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারতে আসে। 
খালিয়াজুরী হাসপাতালের বাবুর্চি মুকুল মজুমদার জানায় , শুনেছি ১১ জন রোগীর জন্য ১ কেজির চেয়ে কম চাল দেওয়ায় এমনটা হয়েছে । তিনি বলেন, চাল ও অন্যান্য সামগ্রী ঠিকাদারেরা কম কম দেওয়ায় এমন হয়। তিনি আরও বলেন আমি আউট সোর্সিং এ কাজ করি তাই আমরা কিছু বলতে পারি না। যা দেয় তা দিয়েই চালাইতে হয়। 
হাসপাতালে খাদ্যের ঠিকাদার মাহাবুবের সাথে মুটোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি সব ঠিক ঠাক মতই দেই। এখানে তারা ( রফিক,শফিক ও কয়েস) তুষার নামে এক ছেলেকে রেখেছে সেই ছেলেটি বিষয়টা দেখাশুনা করে। আমি দূর থেকে তো এত কিছু দেখতে পারি না। তাছাড়া তিনি সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, ভাই ও একটি পত্রিকার সম্পাদক ঢাকা থাকি। তিনি আরও বলেন ভাই আমি  সিন্ডিকেটের শিকার। রফিক, শফিক ও কয়েস আমাকে সিন্ডিকেটের মাধ্যমে জিম্মি করে রেখেছে আমার করার কিছুাই নাই। 

এ বিষয়ে খালিয়াজুরী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা সরকারকে ফোন দিলে তিনি জানান, আমি ট্রেনিং এ ঢাকা আছি। তিনি বলেন, প্রতি রোগীকে ২০০ গ্রাম চালের ভাত প্রতিবেলায় আমরা মেপে দেই,কম দেওয়ার তো কথা না। আমি ঢাকা থেকে এস বিষয়টি দেখব। 

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌনম বড়ুয়া সকালের সময়ের প্রতিবেককে জানান, আমি উক্ত হাসপাতালে যোগদানের পর থেকে খাবার উন্নতমানের দেওয়ার চেষ্টা করছি। আমি অফিসের কাজে ঢাকা আছি। আমি কর্মস্থলে এসে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এ বিষয়ে সিভিল সার্জন মোঃ সেলিম মিয়াকে মুটোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন