অভিলাষার নাচে মুগ্ধ দর্শক, কুড়াচ্ছে প্রশংসা
আসামের শিলচরের মেয়ে অভিলাষা দেব। সাত বছর বয়সের ছোট্ট মেয়েটির নৃত্যের ছন্দে মুগ্ধ হয়েছেন দর্শক, কুড়াচ্ছে প্রশংসা। সম্প্রতি, শ্রীমঙ্গল ও সিলেটের দুটি নৃত্য উৎসবে রাজস্থানি ও বাংলা লোকনৃত্য প্রদর্শন করে দর্শকদের বিমোহিত করেন খুদে এই নৃত্যশিল্পী।
সম্প্রতি, পর্যটন নগরী শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটরিয়ামে ‘নৃত্যালয়’ এর আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য উৎসবে রাজস্থানী লোকনৃত্য পরিবেশন করে দর্শকদের প্রশংসা পেয়েছেন ছোট্ট মেয়ে অভিলাষা দেব। এরপর দ্বিতীয় দিন সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে ‘সিলেট নৃত্যালয়’ এর আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য উৎসবে একটি বাংলা লোকনৃত্য পরিবেশন করেন। সেখানেও দর্শকদের প্রচুর প্রশংসা পেয়েছেন ছোট্ট মেয়েটি।’
শুধু নাচ নয়, টিভি চ্যানেল ও ব্লগে ছোট্ট অভিলাষার বিভিন্ন ধরণের রান্নার রেসিপি বানানো এবং বিভিন্ন মঞ্চে মডেলিংয়েও পেয়েছেন সবার প্রশংসা। তাছাড়া, গত দু’মাস যাবত অভিলাষা আসামের শিলচরের নিনাদ গুরুকুলে মধুছন্দা দত্ত চৌধুরীর কাছে ওডিসি নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন এবং নটরাজ নৃত্যালয়ের পিংকি কুড়ির কাছে প্রশিক্ষণ নিচ্ছেন সৃজনশীল নৃত্যের উপর। নৃত্য ছাড়াও বিভিন্ন সময়ে টিভি চ্যানেল ও ব্লগে ছোট্ট অভিলাষার বিভিন্ন ধরণের রান্নার রেসিপি বানানো এবং বিভিন্ন মঞ্চে মডেলিং করে সবার প্রশংসা পেয়েছেন।
অভিলাষা দেব আসামের শিলচরের অভিজিৎ দেব এবং চলচ্চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেবের একমাত্র কন্যা। পড়াশোনা করছেন দ্বিতীয় শ্রেণীতে। তার স্বপ্ন, বড় হয়ে মডেল ও ভালো নৃত্যশিল্পী হওয়া।
শর্মিষ্ঠা দেব বলেন, ‘মেয়ের অনুষ্ঠানের জন্যই প্রথমবার বাংলাদেশে আসা। এদেশের পথ, মাঠ ঘাট সবকিছুই আমার কাছে রূপকথার গল্পের মত! সেই ছোট্টবেলা থেকেই রূপকথার গল্পের মত ঠাকুরমা দিদিমার কাছে শুনে এসেছি বাংলাদেশের কথা। এই দেশটাও একদিন আমাদের ছিল। দেশ বিভাজনের জন্য আজ আমরা দুই দেশের নাগরিক। কিন্তু আমাদের ভাষা এক আমাদের সংস্কৃতি এক। বাঙালিয়ানা এই আমাদের শেষ কথা। শ্রীমঙ্গল ও সিলেট দুটি নৃত্য উৎসবে আমার মেয়ে নাচ করেছে। উপস্থিত দর্শকদের খুব পছন্দ হয়েছে অভিলাষার নাচ। দর্শকরা খুব প্রশংসা করছে তার নাচ নিয়ে। দ্বীপ দত্ত আকাশের এই (নৃত্য উৎসব) আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এরকম আরো আরো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক দুই দেশের মধ্যে এবং সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় হোক। এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে এক হোক সাংস্কৃতিক মেলবন্ধনে।’
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ
ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার
হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা
ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল
কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন
পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব- ৮