লাকসামে ভুয়া দলিল ও খতিয়ানে ভূমি দখল করে মিথ্যা মামলায় হয়রানী অভিযোগ
কুমিল্লার লাকসাম উপজেলায় বাকই ইউনিয়নের কোঁয়ার দিঘীর পাড় গ্রামের মিজী বাড়িতে ১২১নং কোয়ার মৌজায় ভুয়া দলিল খতিয়ান করে ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ওই গ্রামের কেরামত আলী প্রতিবেশি বৃদ্ধ অসহায় ইউসুফ আলী ও তার ৪ পরিবারের পৈত্রিক সম্পত্তি দখল নিয়েছে। অহেতুক মিথ্যা অভিযোগ সৃষ্টি করে বাড়ির চতুর্দিক বাঁশ, পিলার, কাটা তাঁরের বেড়া দিয়ে জন চলাচলে বাধা সৃষ্টি করে জিম্মি করে রেখেছে ।
গত ৯ মার্চ সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন ভুক্তভুগি শাহাজাহান। তিনি জানান বাড়ি, শৌচাগার, মসজিদে যাওয়া, ঘর থেকে বের হওয়ার সকল রাস্তায় লোহার তারকাঁটা, সীমানা পিলার বসিয়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে লাকসাম থানায় জানালে পুলিশ সরেজমিন ঘুরে দেখে কোন প্রতিকার করেনি। পূর্ব পুরুষ থেকে দফায় দফায় হামলা মামলায় ও আহত করেছে প্রভাবশালী, সন্ত্রাসী, আইন ও বিচার অমান্যকারী বিবাদীরা।
গত ১৯ ফেব্রুয়ারীর ঘটনায় সামাজিক সু-বিচারের অপেক্ষা করে উল্লেখিত বিষয়ে প্রতিকার চেয়ে ঘটানার সাথে জড়িত ১৫ অপরাধীকে বিবাদী করে ০৫মার্চ কুমিল্লা জেলা প্রশাসক বরাবর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে দরখাস্ত দাখিল করেছেন। অনুরূপ ভাবে অভিযোগকারী সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়। সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মহা পুলিশ পরিদর্শক (আই.জি.পি)। উপ মহা পুলিশ পরিদর্শক (ডি.আই.জি) চট্টগ্রাম রেঞ্জ। পুলিশ সুপার কুমিল্লা। সহকারী পুলিশ সুপার লাকসাম ও অফিসার ইনচার্জ (ওসি) লাকসাম থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে সুবিচার প্রার্থনা করেছেন। উক্ত অভিযোগে স্থানীয় সরকার প্রতিনিধিসহ অজ্ঞাত ৫০/৫৫ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য আবেদন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, আব্দুল কাদের মুন্সি ওই বাড়ীর প্রকৃত মালিক ছিলেন। একজন আলেমেদ্বীন ও বড় হুজুর নামে পরিচিত। বিবাদী আলী আহমদ ও অজ্ঞাত কয়েক ব্যক্তি বরিশালের গৌরনদী মসজিদে ইমামতি করার নামে গিয়ে বড় হুজর আব্দুল কাদের মুন্সিকে হারিছে বলে এলাকায় জানায়।এ সুযোগে বড় হুজুরের ভাই জয়নাল আবেদীনকে ভুল বুঝিয়ে প্রায় ৫০ ডিং ভূমি দখলে নেয়। এ বিষয়ে মৌখিক ভাবে আলোচনায় কোন সঠিক দলিলাদি পাওয়া জায়নি।
উল্লেখিত ঘটনায় দীর্ঘদিন ঘর, সীমানাবদ্ধ থাকায় মানবেতর জীবন বাস বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও সমাজ পতিদের ধারস্থ হয়ে বিচার প্রার্থী হওয়ায় বাদীর পরিবারকে যেখানে যেঅবস্থায় পাওয়া যাবে অপহরণ করে প্রাণনাষের চেষ্টায় সন্ত্রাসী অভিযানে এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে। ঘটনা সরেজমিনে পুলিশ খবর নিলেও এ যাবত কোন ব্যবস্থা নেয়নি। সুবিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভুগির পরিবার।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।