ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কাউন্দিয়া ইউনিয়নে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১১-৩-২০২৪ বিকাল ৬:১৪

সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

রবিবার (১০ মার্চ)সাভার উপজেলাধীন ও ঢাকা-১৪ সংসদীয় আসন অন্তর্ভূত কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে বিগত দিনের সাভার উপজেলার প্রেক্ষিতে আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী এবং পরীক্ষিত সৈনিক হিসাবে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মন্জুরুল আলম রাজীবের অবদান উল্লেখযোগ্য। 

সেকারনে আগামী (১১ মে) উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে বর্তমান সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে ভোট চাইলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ সময় তিনি বলেন, আমি বিশ্বাস করি বিগত পাঁচটি বছর সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মঞ্জুরুল আলম রাজীব যেভাবে সেবা দিয়েছে,আবারও যদি পূণরায় তিনি সেই সুযোগ পায় তাহলে কাউন্দিয়া ইউনিয়নবাসীর আর কোনো প্রকার দুঃখ-কষ্ট থাকবে না।

এ সময় তিনি আরও বলেন,বিগত ৭৫ সাল পরবর্তি সময়ে বঙ্গবন্ধুর এবং বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে কখনই বেঈমানী করে নাই রাজীব,বিগতদিনে আওয়ামী লীগের রাজনীতিতে যে পরিমান জেল-জুলুম,অন্যায়,অত্যাচার,নির্যাতন-নিপিড়ন সহ্য করতে হয়েছে তাকে,সারা বাংলায় এ রকম ত্যাগী এবং নির্যাতিত নেতা খুজে পাওয়া দুস্কর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন,একথা অত্যন্ত পরিস্কার যে আমি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাভারের রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ-কালভার্ট সহ যত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গত ৪০ বছরেও সাভারে এত উন্নয়ন হয় নাই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি সকল সেক্টরে সাভারবাসী যে সুযোগ-সুবিধা পেয়েছে, এসব কিছুর ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে আরেকবার আপনাদের সেবক হিসাবে সেবা করার সুযোগ দেবেন।

উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি কবির চৌধুরী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন,কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান,সাভার পৌর আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন,কাউন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত,ঢাকা জেলা(উত্তর) সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিষদে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড

মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন

তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়