ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় টেকসই উন্নয়নমূলক কর্মকান্ডে এলজিইডির অবদান

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট্ট শান্তিপ্রিয় উপজেলা। দেশের উত্তরাঞ্চলীয় উঁচু উপজেলা বলে কৃষিপণ্য যেমনঃ ধান, পাট, গম, ভূট্টা, চা ইত্যাদির ফলন ভালো হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), রাণীশংকৈল, ঠাকুরগাঁও এর আওতায় পল্লী সড়ক ও কালভার্ট (রক্ষণাবেক্ষণ মেরামত কর্মসূচী (জিওবিএম), অফ-পেভমেন্ট (এলসিএস), অফ-পেভমেন্ট (আর ই আর এম পি-৩), অন- পেভমেন্ট ( মোবাইল মেইন্টেনেন্স), রাজস্ব বাজেটের আওতায় সেচ অবকাঠামো মেরামত ও সংস্কার ( আই ডব্লিউ আর এম), রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( আর ডি আর আই আই পি-২), বৃহত্তর দিনাজপুর জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (জি ডি ডি আর আই ডি পি) শীর্ষক প্রকল্প, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্পসারণ, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জি এস আই ডি-২), প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজ, রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আর সি আই পি), দেশব্যাপী গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সি আর এম আই ডি পি), রংপুর বিভাগ কৃষি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (আর এ ডি এ আর ডি পি), ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ (এস এস ডব্লিউ আর ডি পি-২), অগ্রাধিকার ভিত্তিতে গুরুপ্তপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (আই আর আই ডি পি-৩), সারাদেশে পুকুর খাল খনন উন্নয়ন প্রকল্প (আই পি সি পি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলমান আছে ।
এই জেলায় কাঁচাপাকা রাস্তা মোট ৮৪২ কিঃমিঃ, যার মধ্যে কাঁচা রাস্তা ৫৯২ কিঃমিঃ ও পাকা রাস্তা ২৫০ কিঃমিঃ। চলমান ২০২৩-২০২৪ অর্থবছরে ৩০ কিমি কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে। এই জেলায় মোট ২০ কিমি রাস্তা রাজস্ব বাজেটে মেরামত করা হয়েছে। উপজেলায় ১৩৫ মিটার ব্রীজ নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন আছে। উপজেলায় ১৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় সদ্য নির্মিত হয়েছে। চলমান ২০২৩-২০২৪ অর্থবছরে ১০ টি বিদ্যালয় ও স্কুল সীমানা প্রাচীর মোট ৭টি প্যাকেজের নির্মাণ কাজ চলছে। তাছাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ১টি, গ্রথ সেন্টার ও হাট বাজার ১টি, ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন ১টি, সামাজিক অবকাঠামো উন্নয়ন কাজ ১৫ টি, সেচ অবকাঠামো পুনবার্সন কাজ ১ টি লক্ষমাত্রা ধরে এলজিইডি, রাণীশংকৈল কাজ করে যাচ্ছে।
সকল কাজের গড় অগ্রগতি ৬০ শতাংশ। উক্ত প্রকল্প সমূহের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, সারাদেশ শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমুহ সংরক্ষণ ও পুনঃনির্মাণ প্রকল্প, মুক্তিযুদ্ধের যাদুঘর নির্মাণ, নন-মিউনিসিপাল সার্ভিসেস প্রকল্প ও সারাদেশে পুকুর খাল খনন উন্নয়ন প্রকল্প এর কাজ ১০০% সমাপ্ত হয়েছে। দেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে, এস ডি জি অর্জনের লক্ষ্যে ও টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণে এলজিইডি, রাণীশংকৈল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অফ-পেভমেন্ট (এলসিএস), অফ-পেভমেন্ট (আর ই আর এম পি- ৩) নামক ২টি প্রকল্পের আওতায় রাণীশংকৈল উপজেলায় মোট ৮১৬ জন হতদরিদ্র, গরীব, বিধবা, অবহেলিত, স্বামী পরিত্যক্তা মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। একমাত্র এলজিইডি নারীদেরকে স্বাবলম্বী করার এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছে যা প্রকৃতপক্ষে চরম প্রশংসার দাবিদার। রাণীশংকৈল উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তা, ব্রীজ ও কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে চলেছে। এতে করে গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা আরামদায়ক ও দুর্ঘটনা মুক্ত হচ্ছে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী গ্রামের পাকা রাস্তা ব্যবহার করে মানুষকে অতি দ্রুত আইনী সেবা দিতে পেরেছে। এতে আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নত হচ্ছে। সকল মানুষ তাদের পণ্য কম খরচে, সহজে নিকটস্থ বাজারে বাজারজাত করতে সক্ষম হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত “আমার গ্রাম, আমার শহর” প্রকল্প বাস্তবায়নকে লক্ষ করে এলজিইডি, রাণীশংকৈল কাজ করে যাচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো রাণীশংকৈল উপজেলায় ৭০% রাস্তা এখনো কাঁচা।
এই কাঁচা এবং আংশিক পাকা রাস্তাগুলো বর্ষাকালে এক হাটু কাদা হয় যার উপর দিয়ে স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারে না, বিভিন্ন যানবাহন যেমনঃ রিক্সা, ভ্যান, ট্রলি, বাই সাইকেল, মোটর সাইকেল, ট্রাক ইত্যাদি চলাচল করতে পারে না। এই আইডি ভূক্ত রাস্তাগুলো পাকাকরণ করা হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা
