রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মধুপুর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
টাঙ্গাইলের মধুপুরে রমজানের শুরুতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন মধুপুর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেল মধুপুর পৌর শহরের বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এর নেতৃত্বে রমজান উপলক্ষে বিশেষ খাদ্যপণ্য খেজুর, তেল, ডাল, মাছ-মাংসসহ সব ধরনের সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। ক্রেতা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
মূলত ব্যবসায়ীদের সচেতন করতেই আজকে বাজার মনিটরিং করা হয়। বাজারে স্বাভাবিক চলাচল এবং ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন। বাজার যাতে কৃত্রিম কারণে অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সজাগ আছি।প্রশাসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ। এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআইয়ের প্রতিনিধি ও স্যানিটারি ইন্সপেক্টর মধুপুর।
এমএসএম / এমএসএম