রমজান ও ঈদ উপলক্ষে উত্তরা পশ্চিম থানার পুলিশের উম্মুক্ত সমন্বয় সভা

আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের আওতাধীন উত্তরা পশ্চিম থানা এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্তে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভার আয়োজন করা হয়।
বুধবার (১৩ই মার্চ) দুপুরে উত্তরা ১০ নং সেক্টরস্থ সী শেল কনভেনশন সেন্টারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের সভাপতিত্বে ওসি অপারেশন পার্থ প্রতিমের সঞ্চালনায় সমন্বয় সভার আয়োজন করা হয়।
উক্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মির্জা সালাহউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার,জ্যোতির্ময় সাহা, সহকারী পুলিশ কমিশনার ( প্যাট্রোল উত্তরা পশ্চিম) মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার আবু হাজ্জাজ, ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুর রহমান, উত্তরা পশ্চিম থানা কমিউনিটি পুলিশের সভাপতি, শাহ আলম, সাধারণ সম্পাদক, হাসানুজ্জামান আকন্দ স্বপন।
সভায় উত্তরার বিভিন্ন ব্যবসায়ীরা, ব্যবসায়ী সমিতির নেতারা, সেক্টর কল্যাণ সমিতির নেতা ও ব্যাংক কর্মকর্তারা সহ পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় উন্মুক্ত আলোচনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা প্রদান করা হয়। মানি এস্কর্টের জন্য পুলিশি সহায়তা গ্রহণ। আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন। রাত ১২ টার পর সিকিউরিটি গার্ড যাতে ঘুমিয়ে না যায়, তা নিশ্চিত করা।
টিকেট কালোবাজারী রোধে ব্যবস্থা গ্রহণ করা। পরিবহন সেক্টরে চাঁদাবাজী বন্ধে পুলিশকে সহায়তাকরণ। পথিমধ্যে যাত্রী উঠানামা বন্ধ করা। ফুটপাত ও হোটেল সমূহের সামনে গ্যাস সিলিন্ডার রেখে রাস্তার উপর অস্থায়ী শেড তৈরি করে ইফতার সামগ্রী প্রস্তুত এবং বিক্রয় করা যাবেনা। ফুটওভার ব্রীজ সমূহে কোন হকার বসতে দেয়া যাবেনা সহ আরো কিছু নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস উত্তরা জোনের সিনিয়র সহকারী স্টেশন অফিসার, আলম হোসেন, ঢাকা মেট্রোপলিটন উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, আলতাফ হোসেন সরকারসহ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম
