সীতাকুণ্ডে সিএনজি চালককে পেটানোর অভিযোগ টিআই আশরাফের বিরুদ্ধে
চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার সামনে জনসম্মুখে মো: সরোয়ার উদ্দীন(৩৫) নামের এক সিএনজি চালককে পেটানোর অভিযোগ ওঠেছে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো: আশরাফ উদ্দীনের বিরুদ্ধে।
বুধবার (১৩ মার্চ) দুপুর ২ টার সময় সীতাকুণ্ড থানার সামনে এই ঘটনা ঘটে। ভিকটিম মো: সরোয়ার উদ্দীন(মানিক) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শেখের হাট ভূঁইয়া বাড়ির মৃত মুক্তিযোদ্ধা শামসুল আলমের ছেলে।
"দুপুর দুইটার সময় সীতাকুণ্ড বাজার থেকে ভাড়া নিয়ে যাওয়ার সময় থানার সামনে গাড়ি আটকিয়ে আশরাফ স্যার জিজ্ঞাস করে এটা কার গাড়ি! ভাড়ায় চালিত, হিজরার গাড়ি বলার সাথে সাথে আমাকে একের পর এক থাপ্পরাতে থাকে। আমার অপরাধের কথা জানতে চাইলে, আবারো মারে। আমার অপরাধ কি স্যার। মারছেন কেন! এরপরও মারতে মারতে বলেন, এটা তোর গাড়ি, তোর লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া গাড়ি চালাস কেন! তোকে যেন আর সীতাকুণ্ডে না দেখি। স্যার আমার অপরাধ থাকলে মামলা দিন কিন্তু এভাবে মারছেন কেন! রোজা মুখে কাঁদতে কাঁদতে এভাবেই সীতাকুণ্ড বাজারে জনসম্মুখে ঘটনার বর্ণনা দিতে থাকেন সিএনজি অটোরিক্সা চালক মো: সরোয়ার উদ্দীন প্রকাশ (মানিক)।
তিনি আরো বলেন, "আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আজ দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে সংসার চালাই। আমার বাড়ি শেখের হাট। সীতাকুণ্ড বাজার এবি ব্যাংকের নিচ থেকে শেখের হাট বাজারে মোট ১৫টি গাড়ি মাসিক ৫০০ টাকা চাঁদা দিয়ে চলে । না দিলে গাড়ি বন্ধ থাকে, শুরু হয় ধরপাকড় ও মামলা । তবে আমি ঐ লাইন কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান হওয়াতে আমাকে চাঁদা দিতে হয়না। । তৎকালীন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আল- আমিন স্যার থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা কমান্ডার আলিমুল্ল্যার অনুরোধে আমার চাঁদা দেওয়া লাগতো না। বাকিরা সবাই চাঁদা দেয় শুধু আমি ছাড়া । প্রায় সময় আমি বাজারে আসলে টিআই আশরাফ গালিগালাজ ও বিভিন্ন রকম হয়রানি করতো । সীতাকুণ্ডে প্রতিটি সিএনজি থেকে মাসিক চাঁদা আদায় করা হয় । আমি না দেওয়াতে হয়তো আমার সাথে এমনটা ঘটেছে।
তবে চালকের অভিযোগ অস্বীকার করে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আশরাফ উদ্দীন বলেন। রমজানের সময় ডাবল লাইনে গাড়ি চালানোর সময় আমি তাকে ধমক দিয়েছি । পরবর্তীতে আবার তার মাকে নিয়ে ঝামেলা করতে থাকে। সে একটি উশৃঙ্খল প্রকৃতির লোক আপনি খবর নিয়ে দেখেন । আমার বিরুদ্ধে অভিযোগ করলে সম্যসা নাই। রমজানে গাড়ির জ্যাম হলে মানুষ আমাদের বিরক্ত করে। তাই শৃঙ্খলা ফেরাতে আমি তাকে ধাক্কা দিয়েছি।
সন্তানের উপর মারধরের কথা শুনে বাজারে ছুটে আসেন নিহত মুক্তিযোদ্ধার স্ত্রী শামছুর নাহার ।পরিবারের উপার্জনক্ষম একমাত্র ছেলের কথা শুনে রাস্তায় কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে সারাদিন রোজা রেখে সিএনজি চালায়। তারা আমার ছেলেকে মারধর করেছে। আমি এর বিচার চাই। আমার ছেলের কোন অপরাধ থাকলে তার বিচার হবে কিন্ত গায়ে হাত কেন দিবে।
প্রত্যক্ষদর্শী একাধিক সিএনজি চালকের অভিযোগ, "বিভিন্ন সময় এইভাবে সাধারন সিএনজি অটোরিক্সা চালকদের হয়রানি সহ মারধর করেন ট্রাফিক পুলিশ ।সিএনজি চালক সরোয়ার তাঁর মাকে নিয়ে এসে প্রতিবাদ করলে ভঁয়ে টিআই আশরাফ স্যার পালিয়ে যায়। আপর দুই ট্রাফিক সদস্যসহ বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে। রাস্তায় উদ্ভট কান্ড সৃষ্টি হল। আশেপাশে লোকজন জড় হয়ে যায়। জনতার প্রতিবাদের ভয়ে অপর ট্রাফিক সদস্য শাহিন ও আনিসও নিজেকে আড়াল করে নেয়।
আমাদের থেকে মাসে মাসে টাকাও নেয় আবার ইচ্ছা হলে গাড়ি ধরে মামলা দেয়। তখন বলে উপরের নির্দেশ কিছু করার নাই। কিছু হলেই সিএনজি অবৈধের অজুহাত দেয় । অবৈধ যদি হয় মাসিক চাঁদা নেওয়া হয় কেন! একেবারে বন্ধ করে দিলে তো হয়। পুলিশ চাইলে একদিনে বন্ধ করে দিতে পারে কিন্তু তা করবে না।"খোব প্রকাশ করে, সীতাকুণ্ড থানা অটো-টেম্পু চালক ও সহকারি ইউনিয়ের(রেজিনং ১৬৩৩/৯২) সভাপতি মো : মহিউদ্দীন বলেন,সরোয়ার উদ্দীন মানিকের বিষয়টি আমি দুপুরে জানতে পেরেছি। এটি খুবি দু:খজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাই । সীতাকুণ্ডে চালক-হেলপারা অসহায়, তাদের পক্ষে কথাবলার লোক নেই। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো: আশরাফ উদ্দীন যে কাজটি করেছে এটি অসৌজন্য ও নিন্দনীয়। ঘটনা তদন্ত করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হোক।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) চট্টগ্রাম এন. এম ওয়াসিম ফিরোজ সকালের সময়কে বলেন, এবিষয়ে একটি নোটিশ আমার নজরে এসেছে। ভূক্তভোগি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি